For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন পকেট হারকিউলিস : ছবিতে ফিরে দেখা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ জুন : দীর্ঘপথ চলার পর চিরতরে বিশ্রামে গেলেন ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স (১৯৫২)। ১০৪ বছরের যৌবন সঙ্গে নিয়ে গেলেও পরের প্রজন্মের জন্য রেখে গেলেন তাঁর উদ্দম জেদ, হার না মানা মনের জোর, কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের পাঠ। আর সে পুঁজি নিয়েই হয়তো শুরু হবে এক নতুন অধ্যায়।

বয়স জনিত কারণে অসুস্থ হয়ে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্ববরেণ্য বডিবিল্ডার মনোহর আইচ। ৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই শক্তিশালী মানুষটি পকেট হারকিউলিস নামে জনপ্রিয় ছিলেন। ৮৯ বছর বয়সেও মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। যদিও সেই তার শেষ স্টেজ শো ছিল।

চলে গেলেন পকেট হারকিউলিস : ছবিতে ফিরে দেখা!

বয়সকে কখনও শরীর চর্চার ক্ষেত্রে বাধা হতে দেননি মনোহর আইচ। আশির কোটা পেরিয়েও নিয়মিত শরীরচর্চা করে গিয়েছেন। নিয়ম মেনে খাবার খেয়েছেন। নিজের হাতে প্রশিক্ষণ দিয়েছেন অগণিত ছাত্রকে। এমনকী জীবনের শেষ দিন পর্যন্ত নিজের স্বাস্থ্যের দিকে সমান গুরুত্ব গিয়ে গিয়েছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও "ঐতিহাসিক এক যুগের সমাপ্তি হল।"

শরীরের সঙ্গে রসিকতাতেও কম যেতেন না মিস্টার হারকিউলিস। একবার সংবাদমাধ্যমে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার উচ্চতা কম, আপনার কোনও আক্ষেপ নেই। আইচের হাসিমাখা উত্তর, "আমার এত সুন্দর একটা শরীর রয়েছে। একজন মানুষ এক থেকে আর বেশি কী চাইতে পারে। আক্ষেপের চেয়ে তো গর্ব বেশি।"

English summary
Pocket Hercules dies at 104, onece again let remember him by his Photos
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X