For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বিদেশ সফরে এপর্যন্ত খরচ কত হয়েছে জানেন! তথ্য প্রকাশ করল কেন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর বার বারই বিরোধীদের নিশানায় এসেছে। মোদীর বিদেশ সফর ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক কটাক্ষ ও বিজেপিকে ছুড়ে দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে মোদী বিরোধী বহু শিবির।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর বার বারই বিরোধীদের নিশানায় এসেছে। মোদীর বিদেশ সফর ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক কটাক্ষ ও বিজেপিকে ছুড়ে দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে মোদী বিরোধী বহু শিবির। এবার প্রধানমন্ত্রীর সেই বিদেশ সফর নিয়েই বেশ কিছু তথ্য় প্রকাশ করল কেন্দ্র।

 বিদেশ সফরে খরচ কত হয়েছে ?

বিদেশ সফরে খরচ কত হয়েছে ?

২০১৪ সালে ক্ষমতায় আসে মোদী সরকার। সেই বছরের জুন মাসে প্রথম বিদেশ সফরে যান নরেন্দ্র মোদী। ২০১৪ সালের জুন থেকে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে ১,৪৮৪ কোটি টাকা।

ক'টি দেশে সফর করেছেন মোদী?

ক'টি দেশে সফর করেছেন মোদী?

কেন্দ্রের পরিসংখ্যান জানাচ্ছে এখনও পর্যন্ত ৮৪ টি দেশে সফর করেছেন মোদী। এই নিয়ে মোট ৪২ বার বিদেশ সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বার রাজ্যসভায় এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং।

খরচের বিবরণ

খরচের বিবরণ

কেন্দ্রের তথ্যে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এয়ারক্রাফ্টের দেখভালের খরচই শুধু ছিল ১,০৮৮.৪২ কোটি টাকা। চার্টার্ডফ্লাইটের খরচ ছিল ৩৮৭.২৬ কোটি টাকা। এই পরিসংখ্যান ২০১৪ সালের ১৫ জুন থএকে ২০১৮ সালের ১০ জুনের মধ্যের।

কোন সালে কত খরচ?

কোন সালে কত খরচ?

২০১৪-১৫ সালে মোদীর বিদেশ সফরে খরচ হয় ৯৩.৭৬ কোটি টাকা, ২০১৫-১৬ সালে খরচ হয় ১১৭ কোটি টাকা। ২০১৬-১৭ সালে খরচ হয় ৭৬.২৭ কোটি টাকা। ২০১৭-১৮ সালে খরচ হয় ৯৯.৩২ কোটি টাকা। রাজ্যসভায় এমনই পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী ভিকে সিং।

English summary
PM Modi’s foreign travel to 84 countries cost Rs 1,484 crore , says centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X