For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'আয়ুষ্মান ভারত প্রকল্প' শুরুতেই লেটার মার্কস নিয়ে পাশ

আয়ুষ্মান ভারত প্রকল্প পথ চলার শুরু থেকেই নতুন মাইলফলক তৈরি করতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প যার পোশাকি নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা - তা পথ চলার শুরু থেকেই নতুন নতুন মাইলফলক তৈরি করতে শুরু করে দিয়েছে। সেপ্টেম্বরের ২৩ তারিখ পথ চলা শুরু করেছিল। এক মাসের মধ্যেই সাফল্যের নতুন ফলক তৈরি করল এই প্রকল্প।

ইতিমধ্যে সুবিধা পেয়েছে ১ লক্ষ মানুষ

ইতিমধ্যে সুবিধা পেয়েছে ১ লক্ষ মানুষ

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা এক ব্যক্তি ১ লক্ষতম সুবিধাপ্রাপ্ত হিসাবে নাম তুলেছেন। অর্থাৎ ইতিমধ্যে ১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করেছেন। রেওয়া-র ওই ব্যক্তির চিকিৎসায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসা হয়েছে বিন্ধ্যা হাসপাতাল ও রিসার্চ সেন্টারে।

আগামী বছরে আরও বেশি মানুষের সুবিধা

আগামী বছরে আরও বেশি মানুষের সুবিধা

আয়ুষ্মান ভারতের সিইও ইন্দু ভূষণ জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে আরও অনেক মানুষ এর সুবিধা ভোগ করবেন। এবং এর আসল সুফল টের পাওয়া যাবে এক অথবা দুই বছর পরে। যখন জনসংখ্যার বৃহদংশ এর আওতায় চলে আসবে।

[আরও পড়ুন:ভারতে কোটিপতি বেড়েছে ৬০ শতাংশ হারে, দেখুন কী বলছে কেন্দ্রের রিপোর্ট ][আরও পড়ুন:ভারতে কোটিপতি বেড়েছে ৬০ শতাংশ হারে, দেখুন কী বলছে কেন্দ্রের রিপোর্ট ]

 ইতিমধ্যে ২ লক্ষ কার্ড বিলি

ইতিমধ্যে ২ লক্ষ কার্ড বিলি

ইতিমধ্যে ২ লক্ষ সুবিধাভোগীর কার্ড বিলি হয়ে গিয়েছে। হাসপাতালে আসা রোগীদের দেখে সুবিধাভোগীদের চিহ্নিত করা হচ্ছে। যারা বুঝতে পারছেন না, তাঁরা এই সুবিধা পাবেন কিনা তাঁরা ১৪৫৫৫ নম্বরে ফোন করে জেনে নিতে পারেন।

[আরও পড়ুন: সিবিআই-এ অন্তর্কলহ! আসরে নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী মোদী][আরও পড়ুন: সিবিআই-এ অন্তর্কলহ! আসরে নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী মোদী]

৮ হাজার হাসপাতাল দেশজুড়ে

৮ হাজার হাসপাতাল দেশজুড়ে

সারা দেশে মোট ৭ হাজার সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। এখনও কোনও বেসরকারি হাসপাতালের নাম যুক্ত করা হয়নি। সবমিলিয়ে মোট ৮ হাজার হাসপাতালের নাম থাকবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করল নিজেদেরই অন্যতম সর্বোচ্চ আধিকারিককে][আরও পড়ুন: দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করল নিজেদেরই অন্যতম সর্বোচ্চ আধিকারিককে]

প্রকল্পের সুবিধা ৫০ কোটিকে

প্রকল্পের সুবিধা ৫০ কোটিকে

প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধা দেবে কেন্দ্র। সারা ভারতের ১০.৭৪ কোটি পরিবার তথা ৫০ কোটি ভারতীয়কে এর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ দেশের অন্তত চল্লিশ শতাংশ ভারতবাসীর কাছে এই প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছবে।

English summary
PM Modi's Ayushman Bharat Scheme crosses 1 lakh beneficiaries in 1 month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X