For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৫০০ টাকা দিলেই আপনার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১ সেপ্টেম্বর : দোষী বা অভিযুক্ত হয়ে নয়, নিজের ইচ্ছায় জেলে গিয়ে থাকতে পারবেন আপনি। তার জন্য আপনাকে কোনও অপরাধ করতে হবে না। তবে হ্যাঁ। সামান্য গাঁটের কড়ি খসাতে হবে। মাত্র ৫০০ টাকা দিলেই একদিনের জেল খাটা আপনার কেউ আটকাতে পারবে না। [পুরুষ যৌনকর্মীতে ভরে গিয়েছে গোয়ার জেলখানা]

আসলে ঘটনা হল, তেলঙ্গানায় সঙ্গরেড্ডি এলাকায় ব্রিটিশ আমলের জেলটিকে এখন জণগণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি এখন একটি মিউজিয়াম। সেখানেই 'ফিল দ্য জেল' বলে একটি নতুন উদ্যোগ নিয়ে এমন নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

মাত্র ৫০০ টাকা দিলেই আপনার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না!

যারা জেলের জীবনযাত্রা কেমন হয় তা জানেন না অথচ জানার আগ্রহ রয়েছে, বা যারা এই নিয়ে গবেষণা বা খোঁজখবর রাখতে চান, তাঁরা এখানে গিয়ে মাত্র ৫০০ টাকার বিনিময়ে একদিন জেলে বন্দি থেকে সেই জীবনের স্বাদ পেতে পারবেন আপনি। [বারবার একই অপরাধ করায় 'গ্রেফতার ছাগল']

জানা গিয়েছে, জেলে ঢোকার পরে বন্দিদের মতোই আপনাকে সেখানকার জামাকাপড় দেওয়া হবে। খাদির সেই পোশাক পরার পরে আপনাকে ধরিয়ে দেওয়া হবে একটি স্টিলের প্লেট, একটি গ্লাস, মগ, স্নানের সাবান ইত্যাদি। [ধর্ষণের অপরাধে ২৬৩ বছরের কারাদণ্ডের সাজা]

কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, স্বেচ্ছ্বায় জেলবন্দিদের জন্য অবশ্য কোনও কাজকর্ম রাখা হয়নি। তবে তারা তাদের ব্যারাক পরিষ্কার করতে পারবেন এবং জেলের চারপাশে চারাগাছ পুঁততে পারবেন।

প্রসঙ্গত ১৭৯৬ সালে হায়দ্রাবাদের নিজামদের শাসনকালে এই কারাগাটি তৈরি হয়েছিল। নানা ইতিহাস এর সঙ্গে জুড়ে রয়েছে। ফলে এটি সংগ্রহশালার আকার দেওয়া হয়েছে। এবং একটি দিকে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

English summary
Pay Rs 500 and go to jail for a day in Hyderabad, Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X