For Quick Alerts
For Daily Alerts
পাকিস্তানের সেই নীল চোখের 'চাওয়ালা'র নয়া মেকওভার দেখলে নিজেকে আর সামলাতে পারবেন না!
ইসলামাবাদ, ২৭ অক্টোবর : 'পাকিস্তানের মায়াবী নীল চোখের চাওয়ালা' বললেই আর কিছু বলতে হবে না। গত কয়েকদিনে এই শব্দগুলি ইন্টারনেট একেবারে তোলপাড় করে দিয়েছে। এক ছবিতেই একেবারে সেলেব্রিটি হয়ে গিয়েছেন ইসলামাবাদের এই 'হ্যান্ডসম বয়' চাওয়ালা আরশাদ খান।
সোস্যাল মিডিয়াও যে কাউকে রাতারাতি স্টার বানিয়ে দিতে পারে তার হাতে নাতে প্রমাণ হলেন আরশাদ। সোস্যাল মিডিয়ার মিলিত প্রতিক্রিয়ায় মডেলিংয়েরও প্রস্তাব পেয়ে যান সুন্দর মুখের অল্পবয়সী ছেলেটি। সত্য়ি অনেকটা স্বপ্নের মতো।
কিন্তু এখানেই শেষ হচ্ছে না আরশাদকে নিয়ে চলতে থাকা হাইপ। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে আরশাদকে দেওয়া হল এক নতুন মেকওভার। আর ব্যস, ফের শুরু 'সেনসেশন' বা বলা ভাল 'খানসেশন'।
{photo-feature}