For Quick Alerts
For Daily Alerts
#NoteBan নিয়ে মানুষের রায় কি? জেনে নিন Oneindia সমীক্ষা কি বলছে
নোট বাতিল নিয়ে সারা দেশ মেতে রয়েছে। গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার লেনদেন বন্ধ হয়ে গিয়েছে।
এই পদক্ষেপকে কালো টাকার বিরুদ্ধে সংগ্রাম বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন কালো টাকার কারবারি ও দুর্নীতিপরায়ণদের আটকাতে এর থেকে বড় পদক্ষেপ আর কিছু হতে পারত না। এই ঘটনাকে যেমন অনেকে স্বাগত জানিয়েছেন, তেমনই বিরোধী দল জোট বেঁধে কেন্দ্রের মুণ্ডপাত করে চলেছে।
সারা দেশে গত ১৫ দিনে শুধু একটাই খবর, তা হল নোট বাতিল ও তার জেরে হওয়া নানা ঘটনা ও দুর্ঘটনা। তবে আপনারা কি ভাবছেন? এই প্রসঙ্গে জানতে চেয়ে ওয়ানইন্ডিয়ার তরফে আমরা একটি সমীক্ষা চালিয়েছিলাম। কী ফলাফল বেরল তাতে তা দেখে নিন একনজরে।
{photo-feature}