For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নমস্তে' থেকে 'বহুত ধন্যবাদ', ডিডিএলজি সংলাপে মন কাড়লেন ওবামা

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : ওবামার তিনদিনের ভারতসফর শেষ হল। ভারত ছাড়ার আগে দিল্লি সিরি ফোর্ট অডিটোরিয়ামে কয়েক মিনিটের বক্তৃতায় মন জয় করলেন ভারতবাসী। শুরুই করলেন 'নমস্তে', 'বহুত ধন্যবাদ' দিয়ে। আরো যা যা বললেন তা থেকেই ওবামার সেরা ১০ মন্তব্য তুলে ধরা হল ওয়ানইন্ডিয়া পাঠকদের জন্য।

'নমস্তে' থেকে 'বহুত ধন্যবাদ', ডিডিএলজি সংলাপে মন কাড়লেন ওবামা

  • ১. ধর্মীয় কারণে বিভক্ত না হলে ভারত সাফল্য পাবে। নিজের ধর্মকে কীভাবে সে অনুশীলন করবে তা নির্বাচনের অধিকার প্রত্যেক মানুষের রয়েছে।
  • ২. আমাদের দেশ শক্তিশালী যতক্ষণ আমরা নিজেদেরকে ভগবানের সন্তান ভাবি, সবাইকে সমানভাবে দেখি, যেমন ভগবান দেখেন। কখনও কখনও আমার চামড়ার রংয়ের ভিত্তিতে কখনও কখনও আমার সঙ্গে বৈষম্যমূলক আলোচনা করা হয়।
  • ৩. প্রত্যেক মহিলার অধিকার রয়েছে, নিজের মতো করে চলার। রাস্তায় চলার, বাসে চড়ার - নিরাপত্তার সঙ্গে, সম্মানের সঙ্গে এবং পাপ্য মর্যাদার সঙ্গে। সসস্ত্র বাহিনীতে মহিলাদের দেখাটা অত্যন্ত সম্মানের। আমি ভারতে আসার পর যে মহিলা অফিসার আমাকে গার্ড অফ অনার দিয়েছেন তার কথাও এবিষয়ে প্রযোজ্য।
  • ৪. আমি একজন শক্তিশালী ও প্রতিভাবান মহিলাকে বিয়ে করেছিল। আমি কোনও ক্ষেত্রে ভুল হলে, যা অহরহ হয়ে থাকে, মিশেল আমাকে আমার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ভয় পায় না। আমাদের দুই কন্যা সন্তান রয়েছে। আমি দৃঢ় ও স্মার্ট মহিলাদের দ্বারা পরিবৃত।
  • ৫. গোয়েন্দা বিভাগ আমাকে মোটর সাইকেল চালাতে দেয় না, বিশেষ করে মাথায় ভর করে তো নয়ই (গণতন্ত্র দিবসের প্যারেডে বিএসএফ -এর প্রদর্শন প্রসঙ্গে)
  • ৬. আমাদের বৃহত্তম এবং প্রাচীনতম গণতন্ত্র একজুট হলে বিশ্ব আরও নিরাপদ হবে, আরও উন্নতি হবে। আমেদের দুই দেশই সন্ত্রাস ক্লিষ্ট হিসাবে পরিচিত। আমরা আমাদের জনগণের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
  • ৭. প্রায় একশো বছর আগে আমেরিকা স্বাগত জানিয়েছিল ভারত সন্তান স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ আমাদের দেশে যোগব্যায়াম আনতে সাহায্য করেছেন।
  • ৮. সেনোরিটা, বড়ে বড়ে দেশো মে...আশা করি আমি কী বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন (দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সংলাপ)

  • ৯. আমরা সেই দেশে বাস করি যেখানে একজন রাধুনির নাতি রাষ্ট্রপতি (নিজের কথা বলছেন) এবং একজন চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হতে পারেন (নরেন্দ্র মোদীর কথা বলছেন)
  • ১০. মিশেল আমার থেকে ভাল নাচ করে, কখনও কখনও এই বিষয়টা আমার আবেগকে আহত করে (মজার ছলে)
English summary
Obama's 10 Quotes From Townhall Speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X