For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে কোটিপতি বেড়েছে ৬০ শতাংশ হারে, দেখুন কী বলছে কেন্দ্রের রিপোর্ট

সারা দেশে ১ কোটি টাকার বেশি বছরে আয় করেন এমন মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪০ লক্ষ জন।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে ১ কোটি টাকার বেশি বছরে আয় করেন এমন মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪০ লক্ষ জন। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি-র তথ্য জানাচ্ছে, গত আর্থিক বছরের তুলনায় এবছরে কোটিপতির সংখ্যা বেড়েছে ষাট শতাংশের বেশি হারে। সংষ্টিগত নয়, ব্যক্তিগতভাবে কোটিপতি এমন লোকের সংখ্যা বেড়েছে ৬৮ শতাংশ হারে।

 সিবিডিটি-র তথ্য

সিবিডিটি-র তথ্য

সিবিডিটি-র তথ্য বলছে, কর্পোরেট, ফার্ম, হিন্দু অবিভক্ত পরিবারের করদাতা মিলিয়ে একলাফে অনেকটা বেড়ে গিয়েছে সংখ্যা। যা অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতোই বৃদ্ধি বলা যেতে পারে।

করদাতা দ্বিগুণ

করদাতা দ্বিগুণ

২০১৪-১৫ সালে ৮৮, ৬৪৯ জন করদাতা ১ কোটির বেশি আয় বলে জানিয়েছিলেন। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ১,৪০,১৩৯ জন। এমনই বলছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের পরিসংখ্যান।

নানা উপায়ে আয় বেশি

নানা উপায়ে আয় বেশি

সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান সুশীল চন্দ্র বলেছেন, গত চার বছরে নানা উপায়ে চেষ্টা করা হয়েছে যাতে করদাতারা করের টাকা জমা করেন। আর সেজন্যই এভাবে বৃদ্ধি হয়েছে।

চার বছরে বৃদ্ধি অনেক

চার বছরে বৃদ্ধি অনেক

একইসঙ্গে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স জানাচ্ছে, আয়কর জমা করার ক্ষেত্রেও চার বছর আগের চেয়ে ৮০ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০১৩-১৪ সালে ৩.৭৯ কোটি মানুষ আয়কর জমা দিতেন। এখন করদাতার সংখ্যা বেড়ে হয়েছে ৬.৮৫ কোটি জন।

English summary
Number of crorepatis has risen by 60 per cent in India, says CBDT report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X