For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪জি স্পিডে বেঙ্গালুরুকে পিছনে ফেলল কলকাতা, শীর্ষে নবি মুম্বই, দেখুন কোন শহরে কত স্পিড

সারা দেশে বড় শহরগুলির মধ্যে ৪জি ডাউনলোড স্পিডে সবচেয়ে এগিয়ে রয়েছে নবি মুম্বই।

  • |
Google Oneindia Bengali News

৪জি স্পিডে ভারত বিশ্বের প্রথম শ্রেণির দেশগুলির তুলনায় পিছিয়ে থাকলেও, আগের চেয়ে দ্রুতলয়ে উন্নতি করেছে। সারা দেশে বড় শহরগুলির মধ্যে ৪জি ডাউনলোড স্পিডে সবচেয়ে এগিয়ে রয়েছে নবি মুম্বই। দেশের অন্য বড় শহরগুলিকে পিছনে ফেলে দিয়েছে এক ঝটকায়। দেশের মোট ২০টি শহরের মধ্যে প্রথম দশে কারা রয়েছে একনজরে দেখে নেওয়া যাক।

সবচেয়ে এগিয়ে নবি মুম্বই

সবচেয়ে এগিয়ে নবি মুম্বই

ওপেন সিগন্যাল এর সমীক্ষায় দেখা যাচ্ছে, নবি মুম্বইয়ে ৪জি স্পিড সারা দেশে সবচেয়ে বেশি ৮.৭২ এমবিপিএস। দেশের বড় ২০টি শহরের মধ্যে নবি মুম্বইয়ের ৪জি স্পিডই সবচেয়ে বেশি।

[আরও পড়ুন:৪জি স্পিডের নামে কি পাচ্ছেন জানেন! পাকিস্তানের ইন্টারনেটের গতিও ভারতের দ্বিগুণ][আরও পড়ুন:৪জি স্পিডের নামে কি পাচ্ছেন জানেন! পাকিস্তানের ইন্টারনেটের গতিও ভারতের দ্বিগুণ]

দ্বিতীয় চেন্নাই

দ্বিতীয় চেন্নাই

দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। দক্ষিণের এই শহরের ৪জি স্পিড ৮.৫২ এমবিপিএস। ঘটনা হল ২০১৭ সালের মার্চ মাসে চেন্নাইয়ে ৪জি স্পিড ছিল ৪.৪ এমবিপিএস। একবছরে তা প্রায় দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে।

তিন নম্বরে কলকাতা

তিন নম্বরে কলকাতা

তৃতীয় স্থানেই রয়েছে কলকাতা। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লির মতো বড় শহরকে পিছনে ফেলে কলকাতা ৪জি স্পিডে তৃতীয় স্থানে উঠে এসেছে। কলকাতার ৪জি স্পিড ৮.৪৬ এমবিপিএস।

চার থেকে দশের তালিকা

চার থেকে দশের তালিকা

এরপরে চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু (৭.১৭ এমবিপিএস), পঞ্চম মুম্বই (৬.৯৭ এমবিপিএস), ষষ্ঠ হায়দরাবাদ (৬.৭১ এমবিপিএস), সপ্তম দিল্লি (৬.৬৯ এমবিপিএস), অষ্টম ভোপাল (৬.৩৭ এমবিপিএস), নবম স্থানে নাগপুর (৬.৩৩ এমবিপিএস) ও দশম স্থানে চণ্ডীগড় (৬.২১ এমবিপিএস) রয়েছে।

শেষ তিনের তালিকা

শেষ তিনের তালিকা

৪জি স্পিডে একদম শেষ তিনটি স্থানে রয়েছে এলাহাবাদ (সবচেয়ে নিচে ৩.৫ এমবিপিএস), তারপরে লখনৌ (৪.৩২ এমবিপিএস) ও পাটনা (৪.৬২ এমবিপিএস)।

English summary
In 20 Indian cities, Navi Mumbai registered highest 4G internet speed in India, Kolkata in top 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X