For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদে মানুষের প্রথম পা রাখা, সেই অভিযানের ১৯ হাজার ঘণ্টার অডিও টেপ প্রকাশ নাসার

আজ থেকে উনপঞ্চাশ বছর আগে চাঁদে প্রথমবার মানুষের পা পড়েছিল। নীল আমস্ট্রং ও বাড অল্ড্রিন নামে দুই নভোশ্চর মানব সভ্যতার ইতিহাসে লিখেছিলেন এক ঐতিহাসিক কাহিনি।

Google Oneindia Bengali News

আজ থেকে উনপঞ্চাশ বছর আগে চাঁদে প্রথমবার মানুষের পা পড়েছিল। নীল আমস্ট্রং ও বাড অল্ড্রিন নামে দুই নভোশ্চর মানব সভ্যতার ইতিহাসে লিখেছিলেন এক ঐতিহাসিক কাহিনি। কিন্তু, সেই অভিযানে নভোশ্চররা কীভাবে কথা বলছিলেন? তাঁদেরকে কীভাবে পৃথিবীকে নির্দেশ পাঠানো হচ্ছিল? এই অভিযানের এই পরিচালনার কমান্ডের পুরো কথোপকথন সামনে নিয়ে এল নাসা। দিন কয়েক আগে এই অভিযানের সমস্ত কথোপকথনকে সাধারণ মানুষেটর জন্য প্রকাশ করেছে নাসা।

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

মোট ১৯,০০০ ঘণ্টার এই কথোপকথন-কে ডিজিটালাইজড করে নিজেরে অনলাইন আর্কাইভে রেখেছে নাসা। যে কেউ সেই কথোপকথনের রেকর্ড শুনতে পারবেন এখন থেকে।

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

আজ পর্যন্ত মানুষের প্রথম চন্দ্রাভিযানের কথোপকথন বলতে ছিল নীল আমস্ট্রং ও বাজ অল্ড্রিনের মধ্যে কথাবার্তা। ১৯৬৯ সালের ২০ জুলাই যখন আমস্ট্রং ও অল্ড্রিন লুনার মডিউল ঈগলে করে চাঁদের বুকে নেমেছিলেন সেই সময় দু'জনে কী কথা বলেছিলেন এতদিন সাধারণ মানুষ সেটাই শুনে এসেছে। আমস্ট্রং ও অল্ড্রিন যখন চাঁদে পা রেখেছিলেন তখন তাঁদের লুনার মডিউল ঈগলে মাত্র ৩০ সেকেন্ডের জ্বালানি ছিল।

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

১৯৬৯ সালের ১৬জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের পথে রওনা হয়েছিল অ্য়াপোলো। এই অ্যাপেলো ১১ মিশনে নভোশ্চর ছিলেন নীল আমস্ট্রং, বাজ অল্ড্রিন ও মাইকেল কলিন্স। ২০ জুলাই, ১৯৬৯ সালে অ্যাপেলো চাঁদের বুকে অবতরণ করে। এরপর লুনার মডিউল ইগলে করে চাঁদের বুকে নামেন আমস্ট্রং ও অল্ড্রিন। ২১ জুলাই ফের অ্যাপেলো-তে করে প্রশান্ত মহাসাগরে এসে নামেন আমস্ট্রং, অল্ড্রিন ও কলিন্স।

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

এই অভিযানের সঙ্গে এই .তিন নভোশ্চর ছাড়াও যে একটা বিশাল টিম কাজ করেছিল তাঁদের কথা অধিকাংশ মানুষই জানেন না। আট দিন ৩ ঘণ্টা ধরে এই গোটা টিমটা আমস্ট্রং, অল্ড্রিন ও কলিন্স-এর অভিযানকে পৃথিবী থেকে পরিচালনা করেছিলেন। তিন নভোশ্চরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া থেকে তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পুরো দায়িত্ব ছিল এই টিমের উপর। সামান্য ভুলচুকে গোটা অভিযানই ব্যর্থ হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সারাক্ষণ তিন নভোশ্চরের সঙ্গে যোগোযোগ রেখে গিয়েছিল নাসার এই দলটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অন্য়ান্য সব মহাকাশ কেন্দ্র থেকে আমস্ট্রং-দের সঙ্গে যোগ ছিল কেনেডি স্পেস সেন্টারে বসে থাকা দলটির। সবমিলিয়ে ঊনিশ হাজার ঘণ্টা ধরে আমস্ট্রং-এর অভিযানের কথোপকথন রেকর্ড হয়ে যায়। এত বিশাল সংখ্যক ঘণ্টার রেকর্ডিং এতদিন প্রযুক্তিগত অসুবিধায় প্রকাশ করা যায়নি। এবার সেই রেকর্ড সামনে এনেছে নাসা।

হাত বাড়ালেই সহজে চাঁদ থেকে পৃথিবীর মধ্যে কথোপকথন

ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে 'হট-স্পট ডিটেকশন' সিস্টেমে এই অডিওগুলোকে ডেভলপ করা হয়েছে। ২০১৯-এ অ্যাপেলো ১১ মিশন-এর অর্ধশতক পূর্তি। তার আগে এই অডিও টেপ প্রকাশ করল নাসা।

English summary
In 1969 Appolo 11 gone for Moon Mission with Three astronaut. Its historic success is now a milestone for human civilization. NASA has released the audio tapes of this mission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X