For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতের শেষ প্রহরের যৌন সঙ্গম আপনাকে করতে পারে রোগ মুক্ত

ভোরবেলার সহবাস আপনাকে বহু কঠিন ব্যাধি থেকে দূরে সরিয়ে রাখতে পারে, রিসার্চ অন্তত তাই বলছে। লন্ডনের বেলফাস্টের টুইন্স ইউনিভার্সিটির এক গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

ভোরবেলার সহবাস আপনাকে বহু কঠিন ব্যাধি থেকে কয়েক যোজন দূরে সরিয়ে রাখতে পারে, রিসার্চ অন্তত তাই বলছে। লন্ডনের বেলফাস্টের টুইন্স ইউনিভার্সিটির এক গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে।

ভোরে সহবাস

ভোরে সহবাস

লন্ডনের বেলফাস্টের টুইন্স ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে সপ্তাহে অন্তত তিনদিন যদি ভোরবেলা সহবাস করা যায় তবে হৃদরোগ ও ডায়াবেটিসের মত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যায়।

 দূর হয় উচ্চ রক্তচাপ

দূর হয় উচ্চ রক্তচাপ

ভোরের সহবাসে উচ্চ রক্তচাপের মত সমস্যাও দূর হয়।

 অ্যান্টিবডি গঠনে সাহায্য

অ্যান্টিবডি গঠনে সাহায্য

ভোরের মিলন শরীর ও মন ভাল করার সঙ্গে শরীরে অ্যান্টিবডি গঠনেও সাহায্য করে। ভোরের যৌনমিলন মাইগ্রেন ও আর্থারাইটিসের মত রোগ ও সারিয়ে তুলতে সাহায্য করে। আধঘন্টা সহবাস শরীরের ৩০০ ক্যালোরি পর্যন্ত এনার্জি খরচ করে।

মহিলাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে

মহিলাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে

২০০ জন মহিলার ওপর এক মাস ধরে সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে টুইন্স ইউনিভার্সিটি। যৌন মিলনে প্রাপ্ত মানসিক সুখের ফলে মহিলাদের চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

তবে প্রতিদিন না করে এই মিলন সপ্তাহে দু-তিন দিন করা উচিত, অন্যথায় শরীরের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা।

English summary
morning sex can help the body to keep away from disesase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X