For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্য ও চাঁদের পর আজ মঙ্গলকে খোলা চোখে দেখার সুযোগ, জানুন কীভাবে

দীর্ঘ ১৫ বছর পরে এদিন মঙ্গল সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে পৃথিবীর। দূরত্ব হবে ৫৭.৬ মিলিয়ন কিলোমিটার। দক্ষিণ গোলার্ধ থেকেই এই অবস্থাকে সবচেয়ে ভালো পর্যবেক্ষণ করা যাবে।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ১৫ বছর পরে এদিন মঙ্গল সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে পৃথিবীর। দূরত্ব হবে ৫৭.৬ মিলিয়ন কিলোমিটার। দক্ষিণ গোলার্ধ থেকেই এই অবস্থাকে সবচেয়ে ভালো পর্যবেক্ষণ করা যাবে। ভারতের বেশিরভাগ অংশ থেকেই মঙ্গলকে এদিন দারুণভাবে চাক্ষুষ করা যাবে। এই মাসে পরপর সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের পর এবার মঙ্গলের প্রভাব টের পাওয়া যাবে পৃথিবীতে।

কী করবেন

কী করবেন

তবে সবচেয়ে ভালো দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে। মঙ্গলের এই অবস্থানকে ভালোভাবে দেখতে গেলে ৬-৮ ইঞ্চির লেন্স প্রয়োজন হবে।

নাসার সাহায্য

নাসার সাহায্য

এর পাশাপাশি নাসার গ্রিফিথ অবজারভেটরি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবে। সেখানেও ইন্টারনেটের মাধ্যমে মঙ্গলকে চাক্ষুষ করা যাবে।

বিরল ঘটনা

বিরল ঘটনা

এদিন মঙ্গল ও সূর্য একই লাইনে চলে আসছে। এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না। ২০২০ সালের মধ্যে এমন ঘটনা আর ঘটবে না।

 নাসার গবেষণা

নাসার গবেষণা

২০০৩ সালে ৬০ হাজার বছরের মধ্যে পৃথিবী ও মঙ্গল সবচেয়ে কাছাকাছি এসেছিল। সেবার দূরত্ব ছিল ৫৬ মিলিয়ন কিলোমিটার। ফের এমনটা হতে চলেছে ২২৮৭ সালে। জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

অভিনব জুলাই

অভিনব জুলাই

এই বছরের জুলাই মাসের ১৩ তারিখ সূর্যগ্রহণ, ২৭ তারিখ চন্দ্রগ্রহণ হওয়ার পরে ৩১ জুলাই মঙ্গল সবচেয়ে কাছে আসতে চলেছে। এটা নিঃসন্দেহে অভিনব ঘটনা।

English summary
Mars closest to earth in 15 years today, Know shat NASA doing today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X