For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-অমিত-রা এখন চক্ষুশূল, অথচ এই মমতাই এককালে এই মোদীকে 'ব্যালান্স' ও 'নিরপেক্ষ' বলেছিলেন

একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিজেপি হঠাও অভিযানের ডাক দিয়েছেন। এমনকী , এই ডাক দিতে গিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহদের বিরুদ্ধে তালিবানি হিন্দুত্বের অভিযোগে সরবও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিজেপি হঠাও অভিযানের ডাক দিয়েছেন। এমনকী , এই ডাক দিতে গিয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহদের বিরুদ্ধে তালিবানি হিন্দুত্বের অভিযোগে সরবও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একধাপ এগিয়ে তিনি ,নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি জাতপাতের রাজনীতি করার অভিযোগ এনেছেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, অমিতরা বড় বেশি জাতপাতের রাজনীতি করেন।

রাজনীতির বালাই মমতার কৌশলী রাজনীতি ফের চর্চায়

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই অবস্থানে সামনে এসেছে ২০১৭ সালের অগাস্ট মাসে দেওয়া তাঁর একটি বয়ান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যাবতীয় আক্রমণ অমিত শাহ ও বিজেপি-র বিরুদ্ধে করেছিলেন। নরেন্দ্র মোদীকে অত্যন্ত 'ব্যালান্স' এবং 'নিরপেক্ষ' বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছিলেন- 'আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি। কিন্তু অমিত শাহকে করি না। আমি প্রধানমন্ত্রীকে কোনওভাবেই দায়ী করব না। কেন আমি দায়ী করব তাঁকে? তাঁর দলকে এর দায় নিতে হবে।' বরং মমতা বন্দ্যোপাধ্য়ায় 'দেশজুড়ে স্বেচ্ছাচারী' পরিস্থিতির অভিযোগে বিজেপি ও অমিত শাহকে কাঠগড়ায় তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, 'দলের সভাপতি সরকারের ব্যাপার-স্য়াপারের মধ্যে ঢুকে পড়ছিলেন।'

স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অবস্থানে সকলেই অবাক হয়েছিলেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রশ্ন তুলেছিলেন 'কী করে একজন পার্টি প্রেসিডেন্ট মন্ত্রীদের ডেকে বৈঠক করেন। প্রধানমন্ত্রী কে মোদী না অমিত শাহ?'

একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে মোদী, অমিত শাহদের আক্রমণ করেছে তা প্রত্যাশিত বলেই মনে করে রাজনৈতিক মহল। কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রায় এক বছর আগে করা মন্তব্যে এখন বারবার আলোচনায় ফিরে আসছে। এমনিতেই তাঁর অবস্থান ও মন্তব্য নিয়ে অতিতে বহুবার মমতা বন্দ্যোপাধ্য়ায় বিতর্কে জড়িয়েছেন। এবারও স্বভাবত রাজনীতির নিন্দুকেরা আওয়াজ তুলেছেন তাহলে কোনটা সত্যি মোদী 'ব্যালান্ড ও নিরপেক্ষ' না 'পক্ষপাতিত্ব ও জাত-পাত-এর রাজনীতি' করা দেশের প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্য়ায় কি জবাবটা দেবেন?

English summary
One year ago Mamata Banerjee's perception on Narenda Modi was different. At that time Mamata said Narendra Modi is a balanced and impartial person. But near about one year after Mamata blamed Narendra Modi for Dictatorship and Communal Politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X