For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভীমা-কোরেগাঁওয়ের ঘটনায় আজও উত্তাল মহারাষ্ট্র, সারাদিনের ঘটনা ফোটোফিচারে

বানিজ্যনগরী মুম্বই আজও পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। সারাদিনের শহরের নানা জায়গার ছবি দেখে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে দলিত যুবকের হত্যার প্রতিবাদে হওযা বনধ শুরু হয় শান্তভাবে। বেলা গড়াতেই তা হিংসাত্মক হয়ে ওঠে। সারা রাজ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল নানা জায়গায়। মুম্বই, পুনেস নাগপুরের মতো বড় শহরে পুলিশ রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেয়। তা সত্ত্বেও মুম্বইয়ের বেশ কিছু এলাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। টিভি ও সিনেমা জগতের কাজ থমকে গিয়েছে। কোথাও সিনেমার প্রোমোশন তো কোথাও শ্যুটিং বাতিল হয়ে গিয়েছে। থানেয় প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। সেখানে আজও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাস ভাঙচুর করেছে। সবমিলিয়ে বানিজ্যনগরী মুম্বই আজও পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। সারাদিনের শহরের নানা জায়গার ছবি দেখে নিন একনজরে।

অপেক্ষায় রাস্তায়

থানের ভারতক নগরে বনধের দিন রাস্তায় বেরিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে মানুষকে।

কলেজ বন্ধ

আবাসাহেব গারওয়ারে কলেজে বনধের জেরে বন্ধ পঠনপাঠন। কলেজের বাইরে সাঁটা হয়েছে ক্লাস বন্ধের নোটিশ।

বন্ধ স্কুলও

থানে এলাকায় দলিতদের বিক্ষোভের জেরে হওয়া বনধের বিশেষ প্রভাব পড়েছে। বন্ধ প্রায় সব স্কুল।

ঘাটকোপরে বিক্ষোভ

ঘাটকোপরের রামাবাঈ কলোনিতে বিক্ষোভে শামিল হন অনেকে। পরিস্থিতি সামান দিতে হাজির ছিলেন অনেক পুলিশকর্মী।

বন্ধ বাস পরিষেবা

কর্ণাটক-মহারাষ্ট্র বাস পরিষেবা দলিত বিক্ষোভ ও বনধের জেরে স্তব্ধ হয়ে যায় এদিন। বাস ভাঙচুর ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বাস চালানো হয়নি।

রাস্তায় বসে বিক্ষোভ

থানে এলাকায় লাল বাহাদুর শাস্ত্রী রোডে বিক্ষোভকারীরা বাস-অটো থামিয়ে বিক্ষোভ দেখায়। বাসের চাকার হাওয়া খুলে দেওয়া হয়।

রেল আটকে বিক্ষোভ

শুধু রাস্তাই নয়, বিক্ষোভকারীরা রেল অবরোধও করেন। বড় সংখ্যায় প্রতিবাদকারীরা নাল্লাসোপারা স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন। যার ফলে রেল পরিষেবা ব্যাহত হয়।

বিক্ষোভে তপ্ত মুম্বই

মুম্বইয়ে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে আটকে রেখে বনধ পালন ও হইচই বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিল বিশাল পুলিশ বাহিনী।

ফের বাস ভাঙচুর

মঙ্গলবারের পর এদিন বুধবারও বাস ও অটো ভাঙচুর করল বিক্ষোভকারীরা। এদিন থানের চেন্দানি কোলিওয়াড়া এলাকায় গাড়ি ভাঙচুর হয়। আহত হন কয়েকজন যাত্রী।

রাস্তা রোকো

আন্ধেরি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এলাকায় রাস্তা রোকো বিক্ষোভ করে বনধ পালন আন্দোলনকারীদের।

English summary
Maharashtra bandh due to Bhima-Koregaon incident, Mumbai stalled, Tension mounts in Thane, Nagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X