For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে খুব শীঘ্রই, জেনে নিন দিনক্ষণ

একবিংশ শতাব্দির সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই গ্রীষ্মেই। আগামী ২৭ জুলাই ২০১৮ এই চন্দ্রগ্রহণ হবে।

  • |
Google Oneindia Bengali News

একবিংশ শতাব্দির সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই গ্রীষ্মেই। আগামী ২৭ জুলাই ২০১৮ এই চন্দ্রগ্রহণ হবে। সেদিন চাঁদ ঘুরতে ঘুরতে প্রবেশ পড়বে একেবারে পৃথিবীর ছায়ার মধ্যে। যার স্থায়ীত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। যা সময়ের দিক থেকে এই শতাব্দির নিরিখে দীর্ঘতম তো বটেই। শুধু গ্রহণ হওয়াই নয়, চাঁদ সেদিন সূর্যের আলো বিকিরণ করে লাল হয়ে যাবে। অর্থাৎ ব্লাড মুনও দেখা যাবে একইসঙ্গে। একনজরে জেনে নেওয়া যাক এই অভিনব ঘটনা সম্পর্কে।

কোন এলাকা থেকে দেখা যাবে

কোন এলাকা থেকে দেখা যাবে

পৃথিবীর কোন কোন এলাকা থেকে এটা দেখা যাবে তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। যা জানা গিয়েছে, তাতে পৃথিবীর সব জায়গা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষ এই গ্রহণ দেখতে পাবেন না। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ

শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ

এর আগে এত বেশিক্ষণ ধরে চন্দ্রগ্রহণ এই শতাব্দিতে কোনওদিন হয়নি। দেড় ঘণ্টার বেশি সময় চন্দ্রগ্রহণ হয়েছে এমনটা নিশ্চয়ই দেখা গিয়েছে। এবার আরও বেশি সময় লাগবে। ফলে এবারের গ্রহণ নিঃসন্দেহে অভিনব ঘটনা হতে চলেছে।

এর আগের ঘটনা

এর আগের ঘটনা

২০১১ সালের ১৫ জুন চন্দ্রগ্রহণ হয়। সেটা ১০০ মিনিট স্থায়ী হয়েছিল। ২০০০ সালের ১৬ জুলাই গ্রহণ হয় যা ১০৭ মিনিট স্থায়ী হয়েছিল। ১৯৮২ সালে চন্দ্রগ্রহণ ১০৭ মিনিট ও ১৯৩৫ সালে চন্দ্রগ্রহণ ১০১ মিনিট স্থায়ী হয়েছিল। এবারেও চন্দ্রগ্রহণ ১ ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী হতে চলেছে।

নতুন আকর্ষণ

নতুন আকর্ষণ

নতুন শতাব্দিতে এটাই হতে চলেছে সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। এর আগে সুপার ব্লাড ও ব্লু মুন একসঙ্গে দেখেছে পৃথিবীর জনতা। এবারের চন্দ্রগ্রহণও একইরকমের আকর্ষক হতে চলেছে। বিশেষ করে এবার ভারতে ভালো করে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

বিশেষ তাৎপর্য

বিশেষ তাৎপর্য

এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণের কারণ চাঁদ পৃথিবীর মধ্যভাগের ছায়ার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে উমব্রা। এক্ষেত্রে পৃথিবী ও চাঁদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। আর চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে।

English summary
Longest Lunar eclipse will occur in July 27 and will be lasting 1 hour and 43 minutes, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X