চেন্নাইয়ের গগনের বয়স মাত্র ১ বছর। কিন্তু এরইমধ্যে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত সে। চেন্নাইয়ের কাঞ্চিকামাকোটি চাইল্ড ট্রাস্ট হসপিটাল গত সেপ্টেম্বর মাসেই জানিয়ে দেয় লিভারের জটিল রোগে ভুগছে গগন। সেখান থেকে চেন্নাইয়ের নামি গ্লিনেগালস গ্লোবাল হেল্থ সিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে বলা হয়, লিভার প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানোর কোনও উপায় নেই।

এই অবস্থায় তার বাবা রবি নিজের লিভারের একাংশ ছেলের শরীরের প্রতিস্থাপন করতে চাইছেন। কিন্তু বাধ সেধেছে খরচ। এই প্রক্রিয়ায় ২০ লক্ষ টাকার প্রয়োজন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

কিন্তু ছেলের অস্ত্রোপচারের জন্য় বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসবে, তা ভেবে রাতের ঘুম উড়ে যায় রবির। তাহলে কি ছেলেকে বাঁচানো যাবে না। রবি যখন এইসব সাত-পাঁচ ভাবছেন, তখন এগিয়ে এল সেইল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

এই স্বেচ্ছাসেবী সংস্থাই কিছুদিন ধরে গগনের অস্ত্রোপচারের জন্য় অর্থ সংগ্রহ করার কাজ শুরু করেছে। ছোট্ট গগনকে সুস্থ করে তুলতে অনলাইনেও অর্থ সংগ্রহ করছে। ইচ্ছুক ব্যক্তিরা এই সাইটে গিয়ে অনলাইনে গগনের জন্য কিছুটা অর্থ সাহায্য করতে পারেন।
https://www.edudharma.com/campaigns/fund-for-baby-gagan
আপনার ছোট্ট এই প্রয়াস একটি শিশুকে নতুন করে জীবন ফিরিয়ে দেবে।


Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.