For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধুন নিজেদের সর্বনাশের কথা মাথায় রেখে

সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলি এই নির্বাচনে হেরে গিয়ে একেবারে তলানিতে চলে এল। কংগ্রেসের অবক্ষয় হলেও তা সমাজবাদী পার্টির দগদগে ঘায়ের মতো তেমন বড় নয়, আঁচড় মাত্র।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

জাতীয় রাজনীতিতে বড় দল কংগ্রেস। কেন্দ্রীয় দল বিজেপির পরই আসন সংখ্যায় অন্য রাজনৈতিক দলগুলির চেয়ে এগিয়ে রয়েছে তাঁরা। এদিনের পাঁচ রাজ্যে নির্বাচনে হারা নিয়ে কংগ্রেসকে অনেকে ধর্তব্যের মধ্যে রাখছেন না। অনেকে বলছেন সাইনবোর্ড হয়ে গিয়েছে কংগ্রেস। তবে আদৌও কি চিত্রটা তাই।[মোদী ঝড়ে উড়ে গেল 'সাইকেল', 'হাত' ধরে ভরাডুবির অখিলেশের]

বরং প্রেক্ষাপট কিছুটা আলাদা। বলা যেতে পারে সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলি বরং এই নির্বাচনে হেরে গিয়ে একেবারে তলানিতে চলে এল। কংগ্রেসের অবক্ষয় হলেও তা সমাজবাদী পার্টির দগদগে ঘায়ের মতো তেমন বড় নয়, আঁচড় মাত্র।[বিধানসভা নির্বাচনের : মণিপুর ও উত্তরাখণ্ডে পাল্লা ভারী বিজেপির, পাঞ্জাবে কংগ্রেস]

আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধুন নিজেদের সর্বনাশের কথা মাথায় রেখে

যেমন এখন যা ট্রেন্ড তাতে পাঞ্জাব কংগ্রেসের দখলে গিয়েছে। মণিপুর ও গোয়ায় কংগ্রেস উপরের দিকে রয়েছে। উত্তরাখণ্ডে হারলেও উত্তরপ্রদেশে কংগ্রেস গত কয়েক দশকে বরাবরই ছোট খেলোয়াড়। তাই উত্তরপ্রদেশে আগের বারের ২৮টি আসনের কম-বেশি পেলেই কংগ্রেসের হবে। অন্তত সারা দেশে সার্বিক অবক্ষয়ের প্রেক্ষিতে সেই ফলাফল কংগ্রেসের জন্য অস্বস্তির নয়।[১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে]

আর এদিকে সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে একেবারে জামানত জব্দ করল বলা যেতে পারে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এক চতুর্থাংশের বেশি আসন ছেড়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন অখিলেশ সিং যাদব। এই একটি রাজ্যেই দাপট ছিল সপা-র। সেটাও বিপন্ন হল।[উত্তরপ্রদেশ সহ বাকী রাজ্যে গেরুয়া ঝড়, রাজ্যসভায় জায়গা মজবুত বিজেপির ]

আর একদিক থেকে দেখলে ক্ষতি কংগ্রেসেরও হল বৈকি। প্রথমে পশ্চিমবঙ্গ ও এবার উত্তরপ্রদেশের উদাহরণ মাথায় রাখলে অন্য রাজ্যের আঞ্চলিক দলগুলি আর কেউই আগামিদিনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়তে আগ্রহী হবে না।[(ছবি) উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল নিয়ে নেতানেত্রীদের প্রতিক্রিয়া ]

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। বামেদের ঘট উল্টে গেলেও কংগ্রেস কিন্তু ৪০টি আসন ধরে রেখেছে। এদিকে উত্তরপ্রদেশের ট্রেন্ডও বলছে, সপার ভরাডুবি হয়েছে এবং সেখানেও পরোক্ষে কংগ্রেসের সঙ্গে জোট যে বড় ভূমিকা গ্রহণ করেছে তা বলাই বাহুল্য।[(ছবি) কেশব মৌর্য থেকে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের তালিকা ]

English summary
Lesson to other political parties : Join hands with congress at your own risk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X