For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবাসীদের জন্য সবচেয়ে 'সস্তা' শহর কলকাতা , দামি মুম্বই !

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ জুন : প্রবাসীদের ক্ষেত্রে ভারতের সবচেয়ে কম খরচের শহর হল কলকাতা এবং সবচেয়ে দামি শহর মুম্বই। মুম্বইয়ের পরেই স্থান রয়েছে নয়াদিল্লি এবং চেন্নাইয়ের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংস্থার বাৎসরিক জরিপে এই তথ্যই উঠে এসেছে।

এই তালিকায় মেট্রো শহরগুলির মধ্যে বেঙ্গালুরু রয়েছে মধ্যবর্তী একটি স্থানে। প্রবাসীদের ক্ষেত্রে এই শহর মুম্বই-দিল্লির তুলনায় অনেকটাই পকেটসাধ্য, তাই এই শহরে খাপ খাইয়ে নেওয়াটা অপেক্ষাকৃত সোজা। যদিও কলকাতার মতো এতটাও কম খরচের নয় বেঙ্গালুরু।

প্রবাসীদের জন্য সবচেয়ে 'সস্তা' শহর কলকাতা , ব্যয়বহুল মুম্বই !

মার্সার ২০১৬ বাৎসরিক জরিপে শহরে জীবনযাত্রার জন্য খরচ নিয়ে বিশ্বব্যাপী একটি পরীক্ষা নিরিক্ষা চালানো হয়। এই তালিকায় বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে হংকং। এই শহর প্রবাসীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। আগের বছরের মতো এবছরও তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জুরিক এবং সিঙ্গাপুর। গতবছরে ৬ নম্বরে ছাতা টোকিও এবছর পঞ্চম স্থানে উঠে এসেছে।

ভারতের মধ্যে সবচেয়ে খরচবহুল শহর মুম্বই এই তালিকার ৮২ নম্বরে রয়েছে। ১৩০ স্থানে রয়েছে নয়াদিল্লি এবং ১৫৮ স্থানে রয়েছে চেন্নাই। বেঙ্গালুরু রয়েছে ১৮০ স্থানে এবং কলকাতা রয়েছে ১৯৪ স্থানে।

মুম্বইয়ের শহুরে খরচ টেক্কা দিয়েছে সিয়াটেল (৮৩), ফ্র্যাঙ্কফুর্ট (৮৮), ক্যানবেরা (৯৮), বার্লিন (১০০) এণনকী ইস্তানবুলকেও (১০১)।

সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রব্য, পরিষেবা, বাসস্থান-সহ মোট ১০ টি বিভাগে পরিমাপ করার পর ক্রমপর্যায় দেওয়া হয়। শুধু এবছরই নয়, গত ৩ বছর ধরেই এই তালিকায় নয়াদিল্লিকে টেক্কা দিচ্ছে মুম্বই। অ্যালকোহল ও তামাক, ব্যক্তিগত পরিচর্চার সামগ্রী, হোটেল-রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, বাড়িতে খাওয়াদাওয়া, অর্থাৎ যার মধ্যে পড়ছে দৈনন্দিন শাক-সব্জি বা মাছ মাংসের বাজার, এবং পরিবহন এই পাঁচ খাতে নয়াদিল্লির থেকে মুম্বইয়ে খরচ অনেকটাই বেশি।

মুম্বইয়ে শহরের মধ্যে বাড়ি কেনা বা ভাড়ায় চড়ানো কতটা কঠিন তা স্থানীয়রা খুব ভালভাবে জানেন। দিল্লির চেয়ে মুম্বইয়ে বাড়ি ভাড়া প্রায় ১৮ শতাংশ বেশি। তবে দিল্লি বা বেঙ্গালুরুতে গত কয়েকবছর জীবনযাপনের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেঙ্গালুরুতে মূলত খাওয়া এবং ব্যক্তিগত পরিচর্চার সামগ্রীতে অনেকটা খরচ বেড়েছে গত কয়েক বছরে।

English summary
'Kolkata least expensive for expats, Mumbai most'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X