For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা এখন দেশের সবচেয়ে দূষিত শহর, পিছনে ফেলল দিল্লিকেও

সকলের অলক্ষ্যে দূষণে তিলোত্তমা কলকাতা চলে এল প্রথম স্থানে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় রাজধানী দিল্লি এতদিন দূষণেও সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল। সারা দেশে তথা পৃথিবী দিল্লির বায়ু দূষণ ও আবহাওয়া নিয়ে চর্চায় মত্ত। তবে এসবের মধ্যেই সকলের অলক্ষ্যে তিলোত্তমা কলকাতা চলে এল প্রথম স্থানে। আজ্ঞে হ্যাঁ। দিল্লি নয়। কলকাতাই এখন ভারতের সবচেয়ে দূষিত শহর। দিল্লির দূষণের মাত্রাকেও কলকাতা ছাপিয়ে গিয়েছে বলে পরিবেশবিদেরা জানিয়েছেন।

অত্যন্ত খারাপ কলকাতার তাপমাত্রা

অত্যন্ত খারাপ কলকাতার তাপমাত্রা

পরিসংখ্যান বলছে গত কয়েকদিনে কলকাতার দূষণের মাত্রা দিল্লিকে ছাপিয়ে গিয়েছে। 'অত্যন্ত খারাপ' ক্যাটেগরিতে রয়েছে কলকাতার আবহাওয়া তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স।

স্টেশন কম কলকাতায়

স্টেশন কম কলকাতায়

দিল্লিতে ১৯টি অটোমেটিক স্টেশন রয়েছে যেগুলি শহরের বায়ুর গুণমান বিচার করে। বায়ুতে দূষণের মাত্রা কত পরিমাণ রয়েছে তা বিচার করে। এমন স্বয়ংক্রিয় স্টেশন কলকাতায় রয়েছে মাত্র ২টি।

শোচনীয় অবস্থা

শোচনীয় অবস্থা

ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স ওয়েবসাইট জানাচ্ছে, রবীন্দ্র ভারতী স্টেশনে তা ৩৮১ মাত্রায় পৌঁছে গিয়েছিল। সেখানে সেই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত এলাকা বলে পরিচিত অশোক বিহারের দূষণের মাত্রা ছিল ২৯২.৫। আর একটি স্টেশন ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা ছিল ৩১০.৭৫।

দিল্লির তুলনায় গাড়ি চলে কম

দিল্লির তুলনায় গাড়ি চলে কম

রিপোর্ট বলছে, দিল্লিতে যত পরিমাণ গাড়ি চলে, কলকাতায় চলে তার চার ভাগের একভাগ চলে কলকাতায়। তবে দূষণের বিচার করতে বসলে কলকাতা এখন দিল্লিকেও ছাড়িয়ে পয়লা নম্বরে চলে এসেছে।

দিওয়ালির পরে দূষণ বেড়েছে

দিওয়ালির পরে দূষণ বেড়েছে

দিওয়ালির পরে কলকাতার বায়ু দূষণ কয়েকগুণ বেড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বহু রাত পর্যন্ত বাজি ফেটেছে। দূষিত হয়েছে বাতাস। পরিবেশবিদ সুভাষ দত্ত বলেছেন, জনচেতনা তৈরি করতে হবে। দূষণের ভয়ঙ্কর দিকগুলি মানুষকে জানাতে হবে। তাহলে কিছুটা কাজ হবে বলে তিনি মনে করছেন।

শীতকালে বাতাসের মান

শীতকালে বাতাসের মান

কলকাতায় শীতকালে দূষণের পরিমাণ আরও বাড়ে। বাতাসের গতি অনেক কমে যায়। পাল্লা দিয়ে কমে তাপমাত্রা। ফলে সূচকের চেয়ে চারগুণ বেশি দূষণের সম্ভাবনা থাকে কলকাতায়।

[আরও পড়ুন: মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস][আরও পড়ুন: মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস]

English summary
Kolkata became the most polluted city in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X