For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোজাগরী লক্ষ্মীপুজো: শারদ পূর্ণিমার কোন সময়ে আরাধনা হবে দেবীর !জেনে নিন

দুর্গাপুজোর শেষ হলেও উৎসবের আবহে মাতোয়ারা গোটা রাজ্য। রাত পোহালেই লক্ষ্মীপুজো ঘিরে উৎসবে মাতবে বাঙালি। শারদ পূর্ণিমার বিশেষ তিথিতে আয়োজিত হবে পুজো। দেখে নেওয়া যাক, কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজোর শেষ হলেও উৎসবের আবহে মাতোয়ারা গোটা রাজ্য। রাত পোহালেই লক্ষ্মীপুজো ঘিরে উৎসবে মাতবে বাঙালি। শারদ পূর্ণিমার বিশেষ তিথিতে আয়োজিত হবে পুজো। দেখে নেওয়া যাক, কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি।

শারদ পূর্ণিমা

শারদ পূর্ণিমা

শরৎকালের পূর্ণিমাকে বলা হয় 'অমৃত বরখা'। নবদম্পতিদের জন্য এই শরৎপূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় । আর এমন দিনে দেবীর জন্য় ভোগ রান্না করা অত্যন্ত শুভফলদায়ী বলে মনে করেন অনেকে।

কোজাগরী পূর্ণিমার মুহূর্ত

কোজাগরী পূর্ণিমার মুহূর্ত

রাতে পুজোর সময় ১১টা ৪০ মিনিট থেকে ১২ :৩২ মিনিট পর্যন্ত। মূলত ৫১ মিনিট ধরে চলবে পুজো। পুজোর তিথির সময় শুরু হবে ২৩ অক্টোবর রাত ১০:৩৬ থেকে চলবে পরের দিন রাত ১০:১৪ মিনিট পর্যন্ত।

লক্ষ্মীপুজোর প্রাসঙ্গিকতা

লক্ষ্মীপুজোর প্রাসঙ্গিকতা

শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে বিশেষ রীতি পালিত হয়। এমন দিনে লক্ষ্মীপ পাঁচালি পাঠের পাশাপাশি, ধানের ছররার বিশেষ আল্পনা দেওয়ার রীতি পালিত হয় প্রায় সমস্ত বাঙালি বাড়িতে।

লক্ষ্মীপুজোর দিন পালনীয় কিছু রীতি

লক্ষ্মীপুজোর দিন পালনীয় কিছু রীতি

কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে কোনও মতেই লোহার বাসনে দেবীকে প্রসাদ অর্পণ করা যাবে না। পাশাপাশি, পুজোতে তুলসী পাতা ব্যবহার যাতে না হয় সেদিকেও নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

English summary
Kojagiri Purnima Tithi laxmi puja And Time, Significance Rituals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X