For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাহুল-মমতারা অবসর পেলেই কী করতে পছন্দ করেন জানেন!কয়েকটি তথ্য

দেশের রাজনৈতিক নেতানেত্রীদের সচরাচর দেখা যায় একে অপরের নিন্দা কিংবা সমালোচনা করতে। রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। বিভিন্ন সভামঞ্চে রাজনৈতিক রঙের ভেদে তাঁরা একে অপরের থেকে আলাদা।

  • |
Google Oneindia Bengali News

দেশের রাজনৈতিক নেতানেত্রীদের সচরাচর দেখা যায় একে অপরের নিন্দা কিংবা সমালোচনা করতে। রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। বিভিন্ন সভামঞ্চে রাজনৈতিক রঙের ভেদে তাঁরা একে অপরের থেকে আলাদা। কিন্তু কট্টর সমালোচনা , জবাবা-পাল্টা জবাবের রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে এঁরা সকলেই আর চারপাঁচজনের মতোই সাধারণ। অবসর সময় পেলে এঁরা নিজেদের পছন্দের বিষয়ে ডুবে যেতে ভালোবাসেন। দেখে নেওয়া যাক, কোন রাজনীতিবিদের কী ধরনের 'হবি ' রয়েছে।

উদ্ধব ঠাকরে

উদ্ধব ঠাকরে

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এমনিতেই মহারাষ্ট্রের অন্যতম দাপুটে নেতা। তবে ব্য়ক্তিগত জীবনে তিনি একেবারে অন্যরকমের। প্রবল ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই তিনি ছবি তুলতে ভালোবাসেন। ফটেগ্রাফি তাঁর অন্যতম পছন্দের জিনিস।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

এই দুঁদে বিজেপি নেতা দেশের প্রধানমন্ত্রী। তাই ব্যস্ততার কোনও সীমা নেই তাঁর। প্রবল ব্যস্ততার মধ্যেও নরেন্দ্র মোদী কবিতা লিখতে খুবই পছন্দ করেন। গুজরাতি ভাষায় তাঁর বহু কবিতা রয়েছে। এছাড়াও তিনি ফটোগ্রাফির বিষয়েও বেশ আগ্রহী।

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকলার বিষয়ে চিরকালই আগ্রহী। সময় পেলে ক্যানভাস আর রঙ তুলি নিয়ে তিনি বসে পড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যস্ততার অন্ত নেই! তবে এরই মধ্যে মাধে সাঝেই কবিতা লিখতে বসে যান তৃণমূল নেত্রী।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি তথা গান্ধী পরিবারের অন্যতম রাজনীতিবিদ রাহুল গান্ধী। ২০০৮ সালে তিনি শিখেছিলেন প্যারাগ্লাইডিং। আর তারপর থেকে আর সেই নেশা ছাড়তে পারেননি রাহুল। সময় পেলে প্রায়ই প্যারাগ্লাইডিং এ নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন রাহুল গান্ধী।

ভেঙ্কাইয়া নাইডু

ভেঙ্কাইয়া নাইডু

উপরাষ্ট্রপতি ভেঙ্গাইয়া নাইডু গাছপালা বেশ পছন্দ করেন। চরম ব্যস্ততার মধ্যেও বাগান করতে ভালোবাসেন তিনি। কিংবা কখনও কখনও নিজের গ্রামে গিয়ে চাষের কাজে হাত লাগাতেও ছাড়েন না তিনি। এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু।

রাজ ঠাকরে

রাজ ঠাকরে

উদ্ধবের খুড়তুতো ভাই, রাজ ঠাকরে ভালোবাসেন কার্টুন আঁকতে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে অবসর পেলেই , হাতে পেন্সিল কিংবা পেন নিয়ে বসে যান এই কাজ করতে।

English summary
Know the Hobbies of Politicians like Modi,Rahul and Mamata and others.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X