For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিপুরে ভোট ২৩ এপ্রিল : প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের পথ সহজ না হলেও বিপক্ষও নেই স্বস্তিতে

দু'হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস যে চারটি আসন জিতেছিল, তার মধ্যে একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর|

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

দু'হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস যে চারটি আসন জিতেছিল, তার মধ্যে একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর| এই কেন্দ্রে ভোট হতে চলেছে ২৩ মে, অর্থাৎ ২০১৯-এর লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়| জঙ্গিপুরের বিশেষত্ব হল, এই কেন্দ্রটি থেকে লোকসভায় গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় - কংগ্রেসের বর্ষীয়ান নেতা, যিনি পরে দেশের রাষ্ট্রপতি হন| জীবনে যে দু'বার প্রণববাবু লোকসভা নির্বাচনে জেতেন, সেই ২০০৪ এবং ২০০৯ সালে তিনি জয়লাভ করেন জঙ্গিপুরের মাটিতেই| ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলে এই কেন্দ্রে উপনির্বাচন হয় এবং তাঁর জায়গায় নির্বাচিত হন তাঁরই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়| সেবার মাত্র আড়াই হাজার ভোটে জেতেন প্রণব-তনয় এবং গতবার ফের তিনি এই কেন্দ্রে জিতে পূর্ণ মেয়াদের জন্যে আসেন যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর পার্থক্য ছিল মাত্র ৮,০০০ ভোটের|

অভিজিতের বিরুদ্ধে এবার ক্ষোভ রয়েছে

অভিজিতের বিরুদ্ধে এবার ক্ষোভ রয়েছে

ঊনষাট বছর বয়সী অভিজিৎ এবারে ফের কংগ্রেসের প্রার্থী জঙ্গিপুর থেকে।আর স্থানীয় মানুষজনের মুখে শোনা যাচ্ছে আগের দু'বারের মতো এবারেও তিনি তাঁর বাবার ছত্রছায়াতেই লড়াইটি জেতার চেষ্টা করছেন। অবশ্য গত সাত বছরে অভিজিৎবাবুর জঙ্গিপুরের শিল্পায়ন, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে কতটুকু কাজ করেছেন তা নিয়ে সন্দিহান এলাকার মানুষ। আর তাই অভিজিৎবাবুর লড়াই এবারে খুব সহজ হবে না বলেই অনেকে মনে করছেন।

কিন্তু তৃণমূলের মধ্যে রয়েছে দলাদলি

কিন্তু তৃণমূলের মধ্যে রয়েছে দলাদলি

তবে অভিজিৎবাবুর প্রতিপক্ষ দলগুলি যে দারুন জায়গায় আছে তাও বলা চলে না| তৃণমূল কংগ্রেস কংগ্রেসের এই দূর্গটি হাতানোর লক্ষ্য রাখলেও জঙ্গিপুর আসনে তাদের প্রবল কোন্দল শেষ পর্যন্ত কতটা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেটাই দেখার| দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ স্থানীয় ব্যবসাদার খলিলুর রহমান যদিও শেষমেশ টিকিট পেয়েছেন শাসকদলের তরফে, কিন্তু শেষ অবধি ব্যালট বাক্সে তার কতটা প্রতিফলন তৃণমূল কংগ্রেস করাতে পারে, তা জানা যাবে আগামী ২৩ মে| গতবার তাদের শেখ নুরুল ইসলাম দুই মুখের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন; সেখান থেকে রাতারাতি এক নম্বরে পৌঁছনো কতটা সহজ হবে? জেলার ভারপ্রাপ্ত নেতা শুভেন্দু বারবার করে বলেছেন দলকে কোন্দলের ঊর্ধে উঠতে| কাজ হবে?

বামেরাও শেষ পর্যন্ত প্রার্থী দিয়েছে জঙ্গিপুরে

বামেরাও শেষ পর্যন্ত প্রার্থী দিয়েছে জঙ্গিপুরে

বামেদের পক্ষে এবারে জঙ্গিপুরে দাঁড়িয়েছেন জুলফিকার আলী। বামেরা প্রথমে কংগ্রেসের কেন্দ্রগুলিতে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করলেও পরে তাঁদের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেস্তে গেলে তাঁরাও আলাদা করে প্রার্থী ঘোষণা করেন ওই কেন্দ্রগুলিতে।

English summary
Jangipur will vote on April 23: Can Pranab Mukherjee’s son Abhijit win this time as well?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X