For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়জনের চেয়ে ভারতীয়দের বেশি পছন্দ 'স্মার্টফোন', সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

ভারতীয়রা প্রিয়জনের চেয়ে স্মার্টফোনের বেশি কদর করেন। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না স্মার্টফোন কখন তাদের আসক্তি হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

একুশ শতকে এসে প্রযুক্তির প্রতি আমরা অনেক বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছি। তাই বলে প্রিয়জনের চেয়ে বেশি কাছের হয়ে উঠবে স্মার্টফোন, তা ভাবাই যায় না। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। সেখানে বলা হচ্ছে ৪৭ শতাংশ ভারতীয়রা প্রিয়জনের চেয়ে স্মার্টফোনের বেশি কদর করেন। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না স্মার্টফোন কখন তাদের আসক্তি হয়ে গিয়েছে।

চমকে দেওয়া সমীক্ষা

চমকে দেওয়া সমীক্ষা

রিপোর্ট বলছে, সারা বিশ্বে ৩৩ শতাংশ জনগন, যার সিংহভাগ নবপ্রজন্ম, তাঁরা ডিজিটাল যুগে বড় হয়ে উঠছে। তাঁরা প্রিয়জনের চেয়ে বেশি যত্ন নেয় স্মার্টফোনের। আর ভারতের ক্ষেত্রে সেই সংখ্যাটা একশোয় ৪৭ জন।

[আরও পড়ুন:এই ভয়ঙ্কর অ্যাপগুলি এগুলি মোবাইল থেকে সরিয়ে ফেলুন, নাহলে রক্ষে নেই][আরও পড়ুন:এই ভয়ঙ্কর অ্যাপগুলি এগুলি মোবাইল থেকে সরিয়ে ফেলুন, নাহলে রক্ষে নেই]

স্মার্টফোন নিয়ে গবেষণা

স্মার্টফোন নিয়ে গবেষণা

টেলিকমিউনিকেশন কোম্পানি মোটোরোলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইন্ড-ব্রেন বিহেভিয়র ও সায়েন্স অ্যান্ড হ্যাপিনেস বিশেষজ্ঞ ন্যান্সি এটকফকে নিয়ে গবেষণা ও সমীক্ষা চালায়। সেই গবেষণার রিপোর্ট বলছে, এই প্রজন্মের মানুষের নিজের জীবনের প্রতি কোনও নিয়ন্ত্রণ নেই।

সঙ্গী স্মার্টফোন

সঙ্গী স্মার্টফোন

সমীক্ষায় বিশ্বজুড়ে ৫৩ শতাংশ মানুষ বলেছেন, স্মার্টফোনই তাদের সবচেয়ে ভালো সঙ্গী। সেখানে ভারতীয়দের ৬৫ শতাংশ স্মার্টফোনকে বিশ্বস্ত সঙ্গী বা বেস্ট ফ্রেন্ড বলে ব্যাখ্যা করেছেন।

মোবাইলের ব্যবহার

মোবাইলের ব্যবহার

স্মার্টফোন ব্যবহার না করলে ভালো থাকেন এমনটা বলেছেন ৬১ শতাংশ মানুষ। ভারতে সেই সংখ্যা ৬৪ শতাংশ। মানুষ চান মোবাইল ও জীবনের বাকী বিষয়গুলির মধ্যে ব্যালান্স করে চলতে।

ফোন চেক করা

ফোন চেক করা

অর্ধেক মানুষ বলেছেন, তাঁরা ফোন চেক করেন মাঝেমাঝেই। আবার ৪৪ শতাংশ বলেছেন, অনেকে বাধ্য হয়ে ফোন চেক করেন। সেখানে ভারতে ৬৫ শতাংশ মানুষ অহরহ ফোন চেক করেন এবং ৫৭ শতাংশ মানুষ ফোন বাধ্য হয়ে চেক করেন।

ফোন হারালে প্যানিক

ফোন হারালে প্যানিক

বিশ্বজুড়ে ৬৫ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে ফোন হারালে প্যানিক করার মতো অবস্থা তৈরি হয়। সেখানে ৭৭ শতাংশ ভারতীয় বলেছেন স্মার্টফোন হারালে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

English summary
People are getting so much dependent on our smartphones than loved ones, claims study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X