For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) উত্তর কলকাতার বিভিন্ন জনপ্রিয় পুজোগুলির এক ঝলক

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

চলছে বাঙালীর সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আজ মহাসপ্তমী। দেবীর আগমনে বাঙালী এখন উৎসব মুখর। উৎসবের আনন্দে সামিল আট থেকে আশি সকলেই। সকাল থেকে নবপত্রিকা স্নানের মাধ্যমেই মণ্ডপে মণ্ডপে শুরু হয় মহাসপ্তমীর পুজো।

পুজোয় কটা দিন একসঙ্গে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আনন্দ, হইহুল্লোড় তো আছেই। তবে প্রত্যেক বারের মতোই এবারেও উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতার সেরা পুজের দৌড়ে কে এগিয়ে সেই তর্কও বেশ জমে গিয়েছে বন্ধুদের মধ্যে। সাবেকিআনায় ভর করে এবারেরও উত্তর কলকাতা তার নিজস্বতাকে ধরে রেখেছে। কোথাও কোথাও থিম পুজো বা নতুনের ছোঁয়া লাগলেও উত্তরের বনেদিআনায় কোন খামতি নেই। অনেকেই পুজোর কটা দিন প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ব্যস্ত থাকেন। কিন্তু সবার পক্ষে সব সময় তা সম্ভব হয় না।

আর সেজন্যই বাংলা ওয়ানইন্ডিয়া-র প্রয়াস, শহর হোক বা শহরতলির অথবা বিভিন্ন জেলার সেরা প্রতিমাগুলিকে বেছে আপনার সামনে হাজির করার। কেউ সাবেক চালে, কেউ আবার থিমের ভরসায় দেবীর আহ্বান করছেন। কোথায় কীভাবে সেজে উঠেছেন, পূজিত হচ্ছেন মহামায়া তা একঝলকে দেখে নিন ছবিতে। আজকে আমরা দেখে নেব উত্তর কলকাতার সেরা পুজোগুলির ঝলক।

শোভাবাজার রাজবাড়ি

শোভাবাজার রাজবাড়ি

উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর কথা বলতে প্রথমেই যে নামটা মনে পড়ে তা হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। উত্তর কলকাতার এই পুজোর অকর্ষণই আলাদা। দীর্ঘদিন ধরে চলে আসা এই পুজোর সাবেকিআনায় আজও কোনও পরিবর্তন হয়নি। ডাকের সাজে শোভাবাজার রাজবাড়ির মহামায়া সত্যিই অনন্য।

শ্রীভূমি

শ্রীভূমি

অধুনিকতার ছোঁয়ার শ্রীভূমির দেবীমূর্তি সত্যিই অসাধারন।

শিকদার বাগান

শিকদার বাগান

উত্তর কলকাতার সেরা পুজোরগুলির মধ্যে এটি অন্যতম। এখানে প্রতিমায় অধুনিকত্বের ছোঁয়া নজর কাড়বে।

সন্তোষ মিত্র স্কোয়ার

সন্তোষ মিত্র স্কোয়ার

উত্তর কলকাতার আর একটি বিখ্যাত পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এখানেও দূর্গা প্রতিমায় অধুনিকত্বের সামান্য ছোঁয়া দেখতে পাবেন। তবে সাবেকিআনাতে কোনও খামতি নেই।

পাইকপাড়া

পাইকপাড়া

দীর্ঘদিন ধরে পাইকপাড়ার পুজো বেশ জনপ্রিয়। এবারে প্রতিমা সজ্জায় অধুনিকতা দেখতে পাওয়া যাবে পাইকপড়ার পুজোতে।

নলিনী সরকার স্ট্রীট

নলিনী সরকার স্ট্রীট

নলিনী সরকার স্ট্রিটে অধুনিকতার ছোঁয়ায় মহামায়ার অপরূপ প্রতিমা দেখতে পাবেন।

মহম্মদ আলি পার্ক

মহম্মদ আলি পার্ক

উত্তর কলকাতার সেরা পুজোর তালিকায় মহম্মদ আলি পার্ক অন্যতম। এবারের এখানের প্রতিমায় অধুনিকতার ছোঁয়া তেমন না থাকলেও প্রতিমা সজ্জার বিষয়ে অধুনিকাতা লক্ষ্য করা যাবে।

হাতিবাগান

হাতিবাগান

উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো ঠিকানা হল হাতিবাগান। এখানে মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সর্বত্রই অধুনিকাতার ছোঁয়া পেয়েছে।

কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ারের পুজোর উদ্দীপনাই আলাদা। অন্যান্য বারের মতো এবারেও কলেজ স্কোয়ারের মাতৃ মূর্তি সাধারণ অথচ অপরূপ।

বাগবাজার সার্বজনীন

বাগবাজার সার্বজনীন

উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমা একেবারেই সাবেকি। একচালায় ডাকের সাজে মায়ের অপরূপ প্রতিমা এখানে দেখতে পাবেন।

ছবি সৌজন্য : ফেসবুক

English summary
(In Pics)Durga Puja Celebrations At Uttor kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X