For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই দ্বীপে চলে সাপের রাজত্ব

ইলাডা কিউমাডা গ্রান্ডে। সাপের দ্বীপ নামেই পরিচিত। বিশ্ব ব্যাপী সাপের যে সব দ্বীপ রয়েছে, তাদের মধ্যে অন্য়তম। ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরের রয়েছে দ্বীপটি। প্রতি বর্গমিটারে রয়েছে ১ টি করে সাপ

  • |
Google Oneindia Bengali News

ইলাডা কিউমাডা গ্রান্ডে। সাপের দ্বীপ নামেই পরিচিত। বিশ্ব ব্যাপী সাপের যে সব দ্বীপ রয়েছে, তাদের মধ্যে অন্যতম।

ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরের রয়েছে দ্বীপটি।

এই দ্বীপে চলে সাপের রাজত্ব

দ্বীপটিতে সাপের সংখ্য়া নিয়ে অনেকেই অনেক রকমের মত দেন। ৪ লক্ষ ৩০ হাজার বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে ৪ লক্ষ ৩০ হাজার সাপ রয়েছে । হিসেব মতো প্রতি বর্গমিটারে একটি করে। রয়েছে ৪১ টি প্রজাতির পাখি। ইলাডা কিউমাডা গ্রান্ডেই একমাত্র পাওয়া যায় পিট ভাইপারকে। যাদের প্রধান খাদ্য পাখি। ব্রাজিলের সাওপাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত।

এই দ্বীপে চলে সাপের রাজত্ব

দ্বীপটিতে সরকারিভাবে কোনও মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল ১৯০৯ সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্য়াল ব্যবস্থা প্রবর্তনের আগে পর্যন্ত দু-একজনের বসবাস। তারপর থেকে একেবারে জনমানব শূন্য।

English summary
Ilha da Queimada Grande, snake island of Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X