For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সেরা ধনীর তালিকায় সবার উপরে আম্বানি, আর কারা কোথায়, দেখুন

হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৮-র তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ফের একবার সকলে ছাপিয়ে সবার উপরে রয়েছেন মুকেশ আম্বানি।

  • |
Google Oneindia Bengali News

হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৮-র তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ফের একবার সকলে ছাপিয়ে সবার উপরে রয়েছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স কর্ণধারের সঙ্গে বাকীদের দূরত্ব এতটাই বেশি যে পরের তিনজন ধনী শিল্পপতির মোট সম্পদে যোগ করলেও আম্বানিকে টপকানো যাচ্ছে না। ৬১ বছর বয়সী মুকেশ সকলকে ছাপিয়ে এই নিয়ে পরপর সাত বছর এক নম্বর স্থান পেলেন হুরন লিস্টে। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন একেবারে উপরে।

শাপুর পালোনজী মিস্ত্রি

শাপুর পালোনজী মিস্ত্রি

ভারতের সেরা ধনীদের তালিকায় শাপুর পালোনজী মিস্ত্রি রয়েছেন নবম স্থানে। তাদের মোট সম্পদের পরিমাণ ৬৯ হাজার ৪০০ কোটি টাকা। শাপুর পালোনজী মোনাকোর বাসিন্দা। তবে ব্যবসার সিংহভাগ ভারতে। আগের চেয়ে ৪১ শতাংশ আয় বেড়েছে তাঁদের।

[আরও পড়ুন:দিনে ৩০০ কোটি টাকা আয় মুকেশ আম্বানির! বিশ্বাস না হলে দেখুন পরিসংখ্যান ][আরও পড়ুন:দিনে ৩০০ কোটি টাকা আয় মুকেশ আম্বানির! বিশ্বাস না হলে দেখুন পরিসংখ্যান ]

সাইরাস পালোনজী মিস্ত্রি

সাইরাস পালোনজী মিস্ত্রি

সাইরাস মিস্ত্রিও রয়েছেন নবম স্থানে। তাঁরও মোট সম্পদের পরিমাণ ৬৯ হাজার ৪০০ কোটি টাকা। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। গতবারের চেয়ে ৪১ শতাংশ আয় বেড়েছে তাঁর।

গৌতম আদানি ও পরিবার

গৌতম আদানি ও পরিবার

আদামি এন্টারপ্রাইজের গৌতম আদানির আয় বেড়েছে মাত্র ১ শতাংশ। তবুও প্রথম দশে রয়েছেন তিনি। মোট সম্পদের পরিমাণ ৭১ হাজার ২০০ কোটি টাকা।

সাইরাস এস পুনাওয়ালা

সাইরাস এস পুনাওয়ালা

সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালা ৭৩ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি ভারতের সেরা ধনীদের তালিকায় রয়েছেন সাত নম্বরে রয়েছেন পুনাওয়ালা।

উদয় কোটাক

উদয় কোটাক

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটাক রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৮ হাজার ৬০০ কোটি। আগের চেয়ে সম্পদ বেড়েছে ২৫ শতাংশ হারে।

দিলীপ সাংভী

দিলীপ সাংভী

সান ফার্মা গ্রুপের প্রধান সাংভীর মোট সম্পদের পরিমাণ ৮৯ হাজার ৭০০ কোটি টাকা। তিনি গতবারের চেয়ে নেমে গেলেও প্রথম পাঁচে এবারও জায়গা করে নিয়েছেন।

আজিম প্রেমজী

আজিম প্রেমজী

উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজীক মোট সম্পদের পরিমাণ ৯৬ হাজার ১০০ কোটি টাকা। তিনি কর্ণাটকের বাসিন্দা। এই বছরে তাঁর সম্পদ বেড়েছে ২১ শতাংশ হারে।

লক্ষ্মী মিত্তল ও পরিবার

লক্ষ্মী মিত্তল ও পরিবার

আর্সেলর মিত্তল ও পরিবারের সম্পদ আগের চেয়ে ৩০ শতাংশ হারে বেড়েছে। লন্ডনের বাসিন্দা লক্ষ্মী মিত্তলের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

এস হিন্দুজা ও পরিবার

এস হিন্দুজা ও পরিবার

হিন্দুজা গোষ্ঠী আগের বছরের মতোই এবছরও দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁদের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা।

মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি

ভারতের এক নম্বর ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। তিনি এই নিয়ে পরপর সাতবার হুরনের ধনী ভারতীয়দের তালিকায় প্রথম স্থান পেয়েছেন।

English summary
Hurun India Rich List 2018, See along Mukesh Ambani who are there in list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X