For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণের সময় ফটোগ্রাফির কথা ভাবছেন! কয়েকটি টিপস

বিরল মহাজাগতিক ঘটনা। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণকে ঘিরে রীতিমত চড়ছে কৌতূহলের পারদ। এদিনের চন্দ্রগ্রহণের অন্যতম আকর্ষণ রক্তবর্ণ চাঁদ অর্থাৎ ব্লাড মুন।

  • |
Google Oneindia Bengali News

বিরল মহাজাগতিক ঘটনা। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণকে ঘিরে রীতিমত চড়ছে কৌতূহলের পারদ। এদিনের চন্দ্রগ্রহণের অন্যতম আকর্ষণ রক্তবর্ণ চাঁদ অর্থাৎ ব্লাড মুন। এদিন রাত ১১:৫৪ মিনিট থেকে বারতের আকাশে দেখা যাবে এই বিরল মাহাজাগতিক দৃশ্য। অনেকেই এই বিরল দৃশ্যকে স্মরণীয় করে রাখতে চাইবেন। আরতার অন্যতম উপায় হল ফটোগ্রাফি। চন্দ্রগ্রহণ ও ফটোগ্রাফি ঘিরে কয়েকটি তথ্য দেখে নেওয়া যাক।

স্মার্টফোনে ফটোগ্রাফি

স্মার্টফোনে ফটোগ্রাফি

ফটোগ্রাফি বিশেষজ্ঞদের পরামর্শ, স্মার্টফোনের দ্বারা এরকম মহাজাগতিক বিষয়কে লেন্সবন্দি কার কিছুটা অসম্ভব। এরজন্য আলাদা অ্যাটাচমেন্ট কিছু যদি থেকে থাকে, তাহলে ক্যামেরা 'জুম' করে খানিকটা ভালো ফটোগ্রাফি করা সম্ভব।

ক্যামেরাতে ফটোগ্রাফি

ক্যামেরাতে ফটোগ্রাফি

যে ক্যামেরা আইএসও আটহাজার-এ সবচেয়ে বেশি মেগাপিক্সেলে ছবি দিতে পারে, সেই ক্যামেরাই একমাত্র আজ রাতের বিরল মুহূর্তকে মূর্ত করতে পারে। ফটেগ্রাফির সঙ্গ জড়িত বিভিন্ন ব্যক্তিদের মতামত, খুব ভালো সেন্সর দিয়েইএকমাত্র নিখুঁতভাবে রাতের আকাশের বিরল মহাজাগতিক ঘটনাটিকে তুলে ধরা যাবে।

[আরও পড়ুন:আসন্ন চন্দ্রগ্রহণে 'রক্তচাঁদ' নিয়ে কয়েকটি বিশেষ তথ্য][আরও পড়ুন:আসন্ন চন্দ্রগ্রহণে 'রক্তচাঁদ' নিয়ে কয়েকটি বিশেষ তথ্য]

লেন্স সম্পর্কে টিপস

লেন্স সম্পর্কে টিপস

এদিনের চন্দ্রগ্রহণকে ক্যামেরাতে তুলে ধরতে ৪০-৬০০ এমএম এর ফোকাল লেন্থের লেন্স দরকার। অনেক সময় এই ধরণের লেন্স অনেকে ভাড়া দিয়ে থাকেন। বহু স্টুডিওতে এরকম লেন্স ভাড়া দেওয়া হয়ে থাকে।

ব্যবহার করুন ট্রাইপড

ব্যবহার করুন ট্রাইপড

৬০০ ফোকাল লেন্স ব্যবহার করে যদি ছবি তোলার কথা কেউ ভাবেন তাহলে সবচেয়ে উপযোগী বিষয় হল ট্রাইপড। ট্রাইপড ব্যবহার করে এই লেন্সের ছবি তুলতে পারেন।

English summary
How to photograph lunar eclipse, here are few tips .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X