For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার নভশ্চররা কত রোজগার করেন জানেন, শুনলে আকাশ থেকে পড়তে পারেন

নাসার মহাকাশচারীদের নিয়ে নানা অজানা তথ্য জেনে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্পর্কে কিছু খুঁজতে গেলে সবার প্রথমে নাসার ওয়েবসাইট খুলে যায়। সেই ওয়েবসাইটে ঢুকলে যেন এক আশ্চর্য জগত খুলে যায়। গোটা আকাশটাই যেন আমাদের হাতের মুঠোয় চলে আসে। প্রতিবছর হাজার হাজার আবেদনপত্র জমা পড়ে মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করার জন্য। গতবছরে যেমন ১৮ হাজার ৩০০টি আবেদনপত্র জমা পড়েছে। তারমধ্যে ১২জনকে বেছে নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া কীভাবে চলে তা জেনে নেওয়া যাক একনজরে।

কীভাবে প্রার্থী বাছা হয়

কীভাবে প্রার্থী বাছা হয়

নাসার নভশ্চর হতে গেলে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং অথবা গণিতে স্নাতক হতে হবে। স্নাতকোত্তর অথবা ১ হাজার ঘণ্টা ফ্লাইং জেটে ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে। নভশ্চর হতে গেলে লিডারশিপ স্কিল থাকতে হবে। দলের অনুগত হতে হবে ও কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে।

নভশ্চরদের ফিট থাকতে হবে

নভশ্চরদের ফিট থাকতে হবে

নভশ্চরদের শারীরিকভাবে অত্যন্ত ফিট থাকতে হবে। তাদের ভালো চোখের দৃষ্টি হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৬ ফুট ৩ ইঞ্চির মধ্যে হতে হবে। রক্তচাপ স্বাভাবিক হতে হবে। রক্তচাপ ৯০/১৪০ এর বেশি হলে হবে না। প্রথমে টেস্ট ও পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নভশ্চরদের বেছে নেওয়া হয়।

নভশ্চরের ট্রেনিং

নভশ্চরের ট্রেনিং

নভশ্চরদের দুই বছরের ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়। এই ধরনের প্রশিক্ষণে কোনও ছুটি নেই। নিরন্তর কাজ করে যেতে হয়। সাঁতার থেকে শুরু করে জিরো গ্র্যাভিটিতে কীভাবে থাকতে হবে সেইসবই এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এগুলি করতে হয় স্পেস স্যুট পরে।

রাশিয়ান জানতে হয়

রাশিয়ান জানতে হয়

যে দেশের নাগরিকই হোন না কেন, নভশ্চরদের রাশিয়ান জানতে হয়। কারণ নভশ্চরদের রুশ ভাষায় কথা বলতে হয়। মহাকাশের রসকসমস স্পেস এজেন্সি মহাকাশে যাওয়া ও ফিরে আসায় নাসাকে সাহায্য করে।

নভশ্চরদের রোজগার

নভশ্চরদের রোজগার

স্পেস এজেন্সিতে নবাগত নভশ্চররা ভারতীয় মুদ্রায় বছরে ৪২ লক্ষ টাকা থেকে শুরু করে ৯২ লক্ষ টাকার মধ্যে বেতন পান। কে কত বেতন পাবেন তা যোগ্যতা ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে। ঘটনা হল নাসায় কাজ করা প্রতিদিনই একটি অভিজ্ঞতার মতো। মনে হবে যেন নিজের স্বপ্নকে কেউ কাছ থেকে অনুভব করছে। আর নাসায় কাজ করা মানেই ইতিহাস তৈরি করার পাশাপাশি ভবিষ্যতকে নির্ধারণ করা যায়। এমনটাই বলছে নাসা।

English summary
How much NASA pays to the space astronauts, how the get selected?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X