For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রাশ-কে নিজের প্রেমে আকর্ষণ করার কয়েকটি সহজ উপায়, নেপথ্যে গবেষণা

নিজের মনের মানু।টিকে বলতে পারছেন না? তাঁকে আপনার প্রেমে ফেলবার কয়েকটি সহজ উপায় রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কাউকে আপনার পছন্দ, কিন্তু তাঁকে বলতে পারছেন না। কিংবা তাঁর দিক থেকে প্রেমের বিষয়ে সমস্ত গ্রিন সিগন্যাল পাওয়ার পরও কিছুতেই এগোতে পারছেন না? এরকম পরিস্থিতি অনেক ক্ষেত্রেই আসে। ভাবছেন, প্রাথমিক পছন্দ থেকে ভালোবাসা পর্যন্ত এগোনোর রাস্তা কী হতে পারে ? উপায় বাতলে দিচ্ছে গবেষণা।

রাস্তা কিছুটা কঠিন

রাস্তা কিছুটা কঠিন

স্বপ্নে বহুবার বলে ফেলেছেন নিজের ক্রাশকে নিজের মনের কথাটি, তবে বাস্তবে তা সম্ভব হচ্ছে না। 'স্কেয়ারসিটি প্রিন্সিপাল' তত্ত্ব অনুযায়ী, নিজেকে একটুখানি মূল্যবান হিসাবে তুলে ধরতে হবে নিজের ক্রাশের কাছে। এই বৈজ্ঞানিক তত্ত্বটি বলছে, যেকোনও বস্তু যদি বিরল হয়, তাঁকে নিয়ে মত গড়ে ওঠে। আর নিজের বিরলভাব প্রদর্শনের জন্য কিছুটা কসরৎ করতে তো হবেই।

[আরও পড়ুন:বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি][আরও পড়ুন:বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি]

চোখ দিয়ে কথা বলুন

চোখ দিয়ে কথা বলুন

১৯৮৯ সালের একটি গবেষণা অনুযায়ী, যাঁরা ২ মিনিট এক অপরের দিকে বিনা পলকে তাকাতে পারেন, তাঁদের প্রেম বেশ গভীর হয়। এই উপায়টি আপনার ক্রাশের ক্ষেত্রে প্রয়োগ করে দেখুন, কাজে লাগাতে পারে। যদি সেও একইভাবে তাকিয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে কেল্লাফতে!

খোঁজ খবর লাগান

খোঁজ খবর লাগান

প্রেমে পড়েছেন অথচ পছন্দের মানুষটিকে নিয়ে খোঁজ খবর লাগাবেন না , তা কী করে হয়। এজন্য বেশ কিছু গবেষণা বলছে, মনের মানুষের পছন্দ অপছন্দ যেনে নিজেদের 'পছন্দ' গুলোর সাজ্জুজ্য বার করে নিতে হবে। ক্রাশ কী পছন্দ করে, কী না পছন্দ করে, তা নিয়ে এগোতে হবে এই রাস্তায় চলতে গেলে।

৩৬ টি প্রশ্ন

৩৬ টি প্রশ্ন

ম্যান্ডি লেন কার্টন এর বিখ্যাত গবেষণায় ৩৬টি প্রশ্নের কথা বলা হয়েছে। ২০১৫ সালে যা নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত হয়। এতে পবলা হচ্ছে ৩৬ টি নির্দিষ্ট প্রশ্নের ওপর নির্ভর করে দুটি একেবারে ভিন জগতের মানুষ একে অপরের প্রেমে পড়তে পারে।

English summary
Look, we’ll say up front that you can’t ‘make’ someone fall in love with you. The feelings are either there or they aren’t.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X