For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উষ্ণতা আর হুল্লোড়ে ভরা হোলি, সেরা ৩০টি ছবি, যা দেখলে মেতে উঠবেন

আসলে হোলি মানেই এক মহামিলন। যে মাহামিলনে ছেয়ে থাকে রঙের এক দুনিয়ায়। লাল-নীল-হলুদ- কোন রঙটা নেই সেখানে। বলতে গেলে রঙ মেখে সং সাজা। আর এটাই যেন হোলির দিনের সবচেয়ে বড় আকর্ষণ ।

Google Oneindia Bengali News

হোলি মানেই রঙের খেলা। আর এই রঙের খেলাতেই এবারও মেতে উঠল আসমুদ্র হিমাচল। ক্যামেরাবন্দি হল এমনকিছু ছবি যা সত্যিকারেই মন কেড়ে নেয়।

আসলে হোলি মানেই এক মহামিলন। যে মাহামিলনে ছেয়ে থাকে রঙের এক দুনিয়ায়। লাল-নীল-হলুদ- কোন রঙটা নেই সেখানে। বলতে গেলে রঙ মেখে সং সাজা। আর এটাই যেন হোলির দিনের সবচেয়ে বড় আকর্ষণ । তাই হোলি মানে শুধু একটা সেলিব্রেশন এটা অনেকটা পিপলস-কার্নিভালেও পরিণত হয়েছে এখন। দেখুন হোলির এমনই ৩০টি সেরা ছবি যা মন কেড়ে নেবে।

খেলব হোলি রঙ দেব না তাই কখনও হয়

খেলব হোলি রঙ দেব না তাই কখনও হয়

হোলির এই ছবি কলকাতার পিসি গার্ডেনের। সেখানে হোলি উপলক্ষে আয়োজ করা হয়েছিল এমনই এক রঙ খেলার মিলনোৎসব।

হোলির রঙে হুমা

হোলির রঙে হুমা

মুম্বইয়ে জুম হোলি ফেস্টিভ্যালে অভিনেত্রী হুমা কুরেশি। সঙ্গে তাঁর সাকিব সালিম।

রং বরষে ভিজে চুনারওয়ালি

রং বরষে ভিজে চুনারওয়ালি

হোলি খেলার এই দৃশ্য আহমেদাবাদের। স্থানীয় লোকগীতির সুরে পা মেলাচ্ছেন মহিলারা।

হোলি কে রঙ মে খিল যাতে হ্যায়

হোলি কে রঙ মে খিল যাতে হ্যায়

বারাণসীতে রঙ খেলায় মাতোয়ারা বিদেশীরা।

আজ হোলি হ্যায়

আজ হোলি হ্যায়

জম্মুর সীমান্তে হোলি খেলছেন বিএসএফ জওয়ানরা।

হোলি মানেই রঙ বাহারি চেহারা

হোলি মানেই রঙ বাহারি চেহারা

লখনউ-এর ছবি বুঝিয়ে দিচ্ছে হোলির মজাটা।

হোলি মানে তো কৃষ্ণলিলা

হোলি মানে তো কৃষ্ণলিলা

আগ্রা-র এই ছবি। রাধা-কৃষ্ণের সাজে সজ্জিত এঁদেরকে আবার ফুলের পাপড়ি দিয়ে বরণ করছেন বিদেশি ভক্তদের দল।

প্রাণ খুলে নাচ

প্রাণ খুলে নাচ

আহমেদাবাদের জগন্নাথ মন্দিরের ছবি। লোকগীতির সুরের নাচের ছন্দে মাতোয়ারা সকলে।

ডিউটির ফাঁকেই সেলিব্রেশন

ডিউটির ফাঁকেই সেলিব্রেশন

অমৃতসরের কাছে খাসায় বিএসএফ সদর দফতরের হোলি ফেস্টিভ্যালের এই ছবি।

কাদায় নামল হোলি উৎসব

কাদায় নামল হোলি উৎসব

গুরুগ্রামের এই ছবি। কাদায় একে অপরকে ফেল চলছে হোলি খেলা।

কাদার জলে স্নান

কাদার জলে স্নান

গুরুগ্রামে এই ছবি তো আরও সাংঘাতিক। মাথার উপরে ঢেলে দেওয়া হচ্ছে কাদা জল।

আয় রঙ মাখি শরীরে

আয় রঙ মাখি শরীরে

এলাহাবাদে অনেকটা এমনই পরিস্থিতি। এভাবেই হোলি খেলায় মাতলেন সেখানে।

হোলির দিনে এমন দৃশ্যই মানায়

হোলির দিনে এমন দৃশ্যই মানায়

বেঙ্গালুর এই ছবি বুঝিয়ে দিচ্ছে হোলির উন্মাদনা কতটা।

রঙে সং সেজেছি

রঙে সং সেজেছি

বেঙ্গালুরুতে হোলির আনন্দে মাতোয়ারা সকলে।

হোলির আবেগে বাধনহারা

হোলির আবেগে বাধনহারা

গুয়াহাটির এই ছবিতে একদল মহিলা মেতে উঠেছেন হোলির আনন্দে। হাতে আবার ক্যান্ডেল স্মোক।

এমন রঙেরও দেখা হয়

এমন রঙেরও দেখা হয়

বিকানেরে হোলির এই রঙ মুগ্ধ করে দেয়।

মেতে উঠল নবদ্বীপ

মেতে উঠল নবদ্বীপ

কলকাতার কাছে নবদ্বীপের এই ছবি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে ফি বছরই এমনভাবে হোলিতে মেতে ওঠে ভক্তরা।

রঙের সাজে সেলফি

রঙের সাজে সেলফি

বেঙ্গালুরুর কয়েক তরুণী, রঙ খেলতে খলেত ক্ষণিকের থামা। আরে বা-বা সেলফি না নিলে হয়।

রঙ আর রোদ-চশমায় মাখামাখি মুখ

রঙ আর রোদ-চশমায় মাখামাখি মুখ

জয়পুরে এক মহিলা এমনই পোজ দিলেন ক্যামেরার সামনে।

রাজকুমারির হোলি খেলা

রাজকুমারির হোলি খেলা

জয়পুরের প্রাক্তন রাজকুমাচরি দিয়া কুমারি রঙ খেললেন সিটি প্যালেসে।

হোলিতে মেতেছেন জয়পুরের মহারাজ

হোলিতে মেতেছেন জয়পুরের মহারাজ

জয়পুরের রাজপ্রাসাদে হোলি খেলা। মহারাজ পদ্মনাভ সিং মেতেছিলেন রঙ খেলায়।

 মুখ্যমন্ত্রী হোলি খেলা

মুখ্যমন্ত্রী হোলি খেলা

ভোপালে স্ত্রী সাধনার সঙ্গে হোলি খেললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং।

দিল্লিওয়ালের হোলি

দিল্লিওয়ালের হোলি

দিল্লির রাস্তায় ক্যামেরাবন্দি হল এমনই ছবি। ছোটদের সঙ্গে এভাবেই সেলফি মোডে রঙ খেলায় মাতলেন বিদেশিরা।

হোলি মানে এমনই লোফালোফি

হোলি মানে এমনই লোফালোফি

জম্মু-র পালাউরা-য় বিএসএফ-এর সদর দফতরে এমনভাবেই খেলা হল হোলি।

পাগলু ডান্স

পাগলু ডান্স

কলকাতার বড়বাজারে হোলি ক্যামেরাবন্দি হল এমনই ছবি।

হোলি মানেই মিলন উৎসব

হোলি মানেই মিলন উৎসব

দিল্লির পাহাড়গঞ্জে হোলি খেললেন বিদেশিনীরা।

কো তুমি নন্দিনী

কো তুমি নন্দিনী

দিল্লির পাহাড়গঞ্জে হোলি খেলে ভুত সাজলেন এই বিদেশিনী।

রাজনাথের টিকা

রাজনাথের টিকা

হোলি খেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।

হোলি ভেঙে দিল বেড়াজাল, হল মহামিলন

হোলি ভেঙে দিল বেড়াজাল, হল মহামিলন

দিল্লির পাহাড়গঞ্জে স্থানীয়দের সঙ্গে হোলি খেলছেন বিদেশিরা।

রঙ মেখে সং সেজে সেলফি

রঙ মেখে সং সেজে সেলফি

পিছনে তোমরা, সামনে আমি। কেমন হল বলো তো এই সেলফি!

English summary
Holi means the celebration of colors. This year India celebrate this colour of festival with very spectacular way.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X