জিএসটির ফলে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে তা জেনে নিন
বুধবার রাতে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর বিল। রাজ্যসভায় প্রথমে ধ্বনি ভোটে পাশ হওয়ার পরে ইলেকট্রনিক ভোটে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে পাশ হয়েছে এই বিল। [#UnionBudget2016 : কোন জিনিসের দাম বাড়ল-কমল]
প্রথমে এই বিল নিয়ে অরাজি থাকলেও কংগ্রেস সহ প্রায় সব বিরোধীরাই জিএসটি সংশোধনীতে ভোট দিয়ে পাশ করিয়েছে। একমাত্র জয়ললিতার দল এআইএডিএমকে ভোটভুটির আগে সংসদ ছেড়ে বেরিয়ে যায়। তাঁরা ভোটে অংশ নেয়নি। [জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]
জিএসটিকে বলা হচ্ছে 'এক দেশ এক কর' আইন। সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর চালু হলে তার সুফল ভারতীয় অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তবে এই জিএসটি লাগু হলে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমতে পারে তা আন্দাজ করে নিন নিচের স্লাইড থেকে। [রাস্তায় বেরনোর আগে 'মোটর ভেহিক্যালস আইন' এর গুরুত্বপূর্ণ দিকগুলি জেনে নিন]

রেস্তরাঁ খরচ বাড়বে
জিএসটি লাগু হলে রেস্তরাঁয় খাবার খরচ অনেকটা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

মোবাইলের খরচ বাড়বে
মোবাইলের খরচ বাড়তে চলেছে জিএসটির ফলে। কারণ হাজার টাকার বিলে ১৫ শতাংশ হারে কর দিলে এতদিন দিতে হত ১১৫০ টাকা। তবে তা ১৮ শতাংশ হয়ে গেলে ১১৮০ টাকা খরচ হবে প্রতি হাজার টাকায়।

মোবাইল ফোনের দাম বাড়বে
শুধু মোবাইলের খরচই নয়, মোবাইল ফোনেরও দাম বেড়ে যাবে জিএসটি লাগু হলে। এই মুহূর্তে বিদেশি মোবাইল কিনতে হলে ১২.৮ শতাংশ ভ্যাট দিতে হয়। পরে তা বেড়ে ১৮ শতাংশ হয়ে যাবে।

গহনার দাম বাড়বে
সোনা, হীরে সহ নানা ধরনের গহনার দাম বাড়বে জিএসটি বিল লাগু হলে। কারণ অতিরিক্ত করের বোঝা চাপবে পণ্যের উপরে।

অনলাইন কেনাকাটা ব্যয়সাপেক্ষ হবে
জিএসটির ফলে ই-কমার্স কোম্পানিগুলির উপরে করের বোঝা চাপবে। ফলে অনলাইনে কেনাকাটা ব্যয়সাপেক্ষ হবে।

জামাকাপড়ের দাম কমবে
রেডিমেড জামাকাপড় বা বিভিন্ন ব্র্যান্ডের জামাকাপড় দাম কমবে। কারণ আবগারি শুল্ক ও ভ্যাটের শুল্ক জিএসটি স্ল্যাবের মধ্যে আগে থেকেই ঢুকে যাবে।

গাড়ি কেনা সহজ হবে
দেশের যেকোনও জায়গা থেকে একই দামে গাড়ি কেনা সম্ভব হবে জিএসটির ফলে। বিভিন্ন রাজ্যে যেখানে কর অনেক বেশি দিতে হয় সেখানে তা কমে একই শ্রেণিতে চলে আসবে। আবগারি শুল্ক ও ভ্যাটের শুল্ক আলাদা করে বারবার দিতে না হওয়ায় দাম কমে আসবে।

এলইডি টিভির দাম কমবে
মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য এলইডি টিভির দাম এমনিতেই কমছে। তার উপরে জিএসটি আসার ফলে তা আরও কিছুটা নিম্নমুখী হবে।