For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তাহভর এমন কিছু খবর যাতে নজর ছিল সকলের, সঙ্গে এমন কিছু খবর যা ঘটেছে অলক্ষ্যে

আমরা ৭ দিনের এমনকিছু খবর এখানে হাজির করেছি যা সপ্তাহভরের এক ধারনা তৈরি করবে। সঙ্গে থাকছে এমনকিছু খবর যা থেকে গিয়েছিল আমাদের নজরের বাইরে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

আমাদের চারিদিকে প্রতিমুহূর্তেই ঘটে চলেছে নানা ঘটনা। এরমধ্যে কিছু ঘটনা আমাদের নজরে থাকে। আবার কিছু ঘটনা থেকে যায় আমাদের অলক্ষ্যে। তাই আমরা ৭ দিনের এমনকিছু খবর এখানে হাজির করেছি যা সপ্তাহভরের এক ধারনা তৈরি করবে। সঙ্গে থাকছে এমনকিছু খবর যা থেকে গিয়েছিল আমাদের নজরের বাইরে।

এই ১০ খবরে যেমন রাজনীতি-কে স্থান দেওয়া হয়েছে তেমনি রয়েছে অপরাধ থেকে শুরু করে সমাজের বুকে ঘটে চলা নানা ঘটনা। রয়েছে বিনোদন দুনিয়ার খবরও। আর এই সব খবরের একটা 'মিক্সড-ব্যাগ' ভাবনাকে হাজির করা হয়েছে এখানে।

প্রণবদার সঙ্গে কথায় 'আনন্দ' মোদীর! ভোটের মুখে সাক্ষাতে জল্পনা

প্রণবদার সঙ্গে কথায় 'আনন্দ' মোদীর! ভোটের মুখে সাক্ষাতে জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রাক্তন রাষ্ট্রপতিকে দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই সাক্ষাতের একাধিক ছবি টুইটারে পোস্টও করেন। প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি সবসময়ই প্রণবদার সঙ্গে সাক্ষাতে আনন্দিত হন। প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি হিসেবে শেষ দিনে, চিঠি লিখেছিলেন। তাতে তিনি প্রণব মুধোপাধ্যায়কে ফাদার ফিগার বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও প্রণব মুখোপাধ্যায়কে পরামর্শদাতাও বলেছিলেন তিনি।

১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে সুস্মিতার বিয়ে কবে!

১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে সুস্মিতার বিয়ে কবে!

প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড রোহমন শালের সম্পর্ক ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা গিয়েছিল ২৭ বছরের রোহমনের সঙ্গে খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪২ এর সুস্মিতা। এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড ডিভা সুস্মিতা। এক ইনস্টাগ্রাম পোস্ট-এ সুস্মিতা সমস্ত জল্পনাকে থামিয়ে দিয়ে জানান, আপাতত রোহমনের সঙ্গে বিয়ের কোনও পরিকল্পনা নেই সুস্মিতার। আপাতত তাঁরা বিয়ে করছেন না বলেই ইঙ্গিত দেন সুশ।উল্লেখ্য়, গত ২ মাস ধরে সুস্মিতা ও রোহমন এক অপরের সঙ্গে ডেট করছেন। সুস্মিতার দুই মেয়েও রোহমনকে পছন্দ করে বলে সূত্রের খবর।

বিজেপিকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা বর্ষীয়ান নেতার!

বিজেপিকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা বর্ষীয়ান নেতার!

বিভিন্ন রাজ্যে বিজেপি যখন মোঘল আমলে দেওয়া নাম পরিবর্তনে উদ্যোগী, ঠিক সেই সময় দলকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করলেন বর্ষীয়ান এক নেতা। মধ্যপ্রদেশের ওই নেতার নাম রামকৃষ্ণ কুশমারিয়া। তিনি শিবরাজ সিং চৌহান সরকারের প্রাক্তন মন্ত্রীও বটে। বিধানসভা নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়া নিয়েই মূলত ক্ষোভ তাঁর। ওই নেতার অভিযোগ, বিজেপি বয়স্কদের শ্রদ্ধা করতে জানে না। বর্ষীয়ান বিজেপি নেতার প্রশ্ন, তিনি বুঝতে পারছেন না, বয়স্ক নেতাদের মনোনয়ন দিতে দলের অসুবিধা কোথায়। তিনি মনে করেন, বিজেপি ঔরঙ্গজেবের মতো আচরণ করছে। ঔরঙ্গজেব যেমন করে নিজের বাবাকে বন্দি করে শাসন কার্য চালনা করেছিলেন, এখন তেমনই করছে বিজেপি। এইভাবেই কি বয়স্কদের সঙ্গে আচরণ করতে চায় বিজেপি, প্রশ্ন করেছেন তিনি। দলের উচিত এই ধরনের মানুষদের শ্রদ্ধা জানানো। বলেছেন ৭৬ বছরের কুশমারিয়া।

মুকেশ-কন্যা ইশার বিয়ের কার্ড তাক লাগাতে বাধ্য!

মুকেশ-কন্যা ইশার বিয়ের কার্ড তাক লাগাতে বাধ্য!

দেশের প্রথম সারির বিসনেজ টাইকুনের মেয়ের বিয়ে বলে কথা! আয়োজন যে রাজকীয় হতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই আড়ম্বরই ধরা পড়ল মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের কার্ডে। রণবীর-দীপিকার বিয়ে ঘিরে একদিকে ক্রমেই সেজে উঠছে ইতালির লেক কোমো। অন্যদিকে, প্রকাশ্যে এসে গেল মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ের কার্ড। বিয়ের কার্ডের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে। চিরাচরিত কার্ড বলতে বোঝায় এই 'আমন্ত্রণ-পত্র' সেরকম নয়! স্বপ্নসুন্দর বিয়ের আয়োজনের প্রতিটি পরত যেন বাক্স বন্দি হয়ে পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে!

প্যারিসে বিপাকে ট্রাম্প, 'টপলেস' হয়ে প্রতিবাদে মহিলারা

প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ উদযাপনে প্যারিসে এক অনুষ্ঠানে গিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। উপস্থিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর সেখানেও তৈরি হল বিতর্ক। ট্রাম্পকে দেখে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদে সরব হলেন দুই মহিলা। তাঁরা টপলেস হয়ে ট্রাম্পের যাত্রাপথের মাঝে এসে পড়েন। পরে দুই মহিলাকে গ্রেফতার করা হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দুই মহিলা রাডিক্যাল গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর নাম ফিমেন। এঁরা বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে বিক্ষোভ দেখায়।

অযোধ্যায় এবার নিষিদ্ধ হতে পারে 'মদ-মাংস'!

অযোধ্যায় এবার নিষিদ্ধ হতে পারে 'মদ-মাংস'!

কয়েকদিন আগেই ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও কয়েকটি জায়গার নাম বদলের প্রস্তাবও রয়েছে। তার মধ্যেই অযোধ্যা নিয়ে নতুন খবর সামনে এসেছে। শোনা গিয়েছে, সদ্য তৈরি হওয়া এই এলাকায় মদ ও মাংসের বিক্রি নিষিদ্ধ করতে চলেছে বিজেপি সরকার। গোটা জেলায় কেউ মদ-মাংস বিক্রি করতে পারবে না বলে নির্দেশ আসতে চলেছে শীঘ্রই।

নরেন্দ্রপুরে নতুন থানা

নরেন্দ্রপুরে নতুন থানা

১৪ নভেম্বর সোনারপুর-রাজপুর পুরসভার নরেন্দ্রপুরে শুভ উদ্বোধন হল নতুন থানার। কামালগাজি মার্কেট কমপ্লেক্সে এই থানার উদ্বোধন হয়। নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন বারুইপুরের এসপি অরিজিৎ সিনহা, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার- ১ থেকে ৮, ২৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড এবং খেয়াদহ ১ ও ২, কামরাবাদ, বনহুগলি- ১, ২ গ্রাম-পঞ্চায়েত-এর কাজ এই থানার অধিনে হচ্ছে। এই নতুন থানা হওয়ায় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অনেক বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

দাড়িভিট-কাণ্ডে ছাত্র-হত্যায় জাতীয় মানবাধিকার কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

দাড়িভিট-কাণ্ডে ছাত্র-হত্যায় জাতীয় মানবাধিকার কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

দাড়িভিটকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু হয়। সেই ঘটনায় আদালতের শরণাপন্ন হন মৃত ছাত্রের পরিবার। তার পরিপ্রেক্ষিতেই এই রিপোর্ট তলব। এই ঘটনায় আরএসএস ও বিজেপিকে সরাসরি দায়ী করে শাসকদল তৃণমূল। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করে আরএসএসও। কলকাতা হাইকোর্টের বিচারপতি দাড়িভিট স্কুলকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জবাব তলব করে। দু-সপ্তাহের মধ্যে তা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জানতে চায় এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন কী ব্যবস্থা নিয়েছে। তারা এই ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করছে, তাও জানতে চায় কলকাতা হাইকোর্ট। এদিন এদিন থেকেই দাড়িভিট স্কুলে পঠনপাঠন শুরু হচ্ছে।

সেন্ট অগাস্টিন, শ্যামনগরের 'অগাস্টাস অগজেসিস'

সেন্ট অগাস্টিন, শ্যামনগরের 'অগাস্টাস অগজেসিস'

সাড়ম্বরে পালিত হলে শ্যামনগরের সেন্ট অগাস্টিন -এর 'অগাস্টাস অগজেসিস'। এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল গান ও নাচ-এর এক অসাধারণ ককটেল। ব্যারাকরপুরের সুকান্ত সদনে ১৭ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেন্ট অগাস্টিন-এর রেক্টর মিস্টার সি আর জেসপার অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুরুতেই রাজস্থানী ও দক্ষিণী বিটে জমে ওঠে অনুষ্ঠান। বিভিন্ন গান ও নাচের প্যাটার্নের এক ফিউশন সকলকে মুগ্ধ করে দেয়।

অবশেষে প্রকাশ পেল দীপবীর-এর বিয়ের ছবি

অবশেষে প্রকাশ পেল দীপবীর-এর বিয়ের ছবি

বৃহস্পতিবার সকাল থেকেই অবশ্য একটা গুঞ্জন চলছিল। বিশেষ সূত্রে দাবি করা হয়েছিল ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ বিয়ের ছবি সরকারিভাবে প্রকাশ করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু, সাড়ে ছটা পেরিয়ে গেলেও সেই ছবি প্রকাশ্যে আসেনি। অবশেষে রাত ৮টার পর সামনে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ের ছবি। রণবীর সিং টুইটারে নিজেই এই ছবি প্রকাশ করেন। এরপরই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

English summary
Each and every moment something is happening around you. Here is presentation of some most happening thing those have occurred around us for last seven days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X