For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীর্ষে মুকেশ আম্বানি, ফোর্বসের তালিকায় ভারতের সবচেয়ে ধনী ১০জন কারা

আগের বছরের তুলনায় ৮০০ কোটি মার্কিন ডলার আয় বাড়িয়ে মুকেশ আম্বানি ৪ হাজার ১ কোটি মার্কিন ডলার সম্পদ বানিয়ে রেকর্ড গড়েছেন। ফোর্বসের তালিকায় ভারতের সবচেয়ে ধনী ১০জন কারা দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

গত একদশকে ভারতের সবচেয়ে ধনী শিল্পপতির জায়গায় এক নম্বরে কে থাকবেন তা নিশ্চিত করাই থাকে। মুকেশ আম্বানি ফোর্বসের তালিকায় গত প্রায় এক দশক ধরে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় থেকে দশম স্থানের মধ্যে চলে জোর লড়াই। আগের বছরের তুলনায় ৮০০ কোটি মার্কিন ডলার আয় বাড়িয়ে মুকেশ আম্বানি ৪ হাজার ১ কোটি মার্কিন ডলার সম্পদ বানিয়ে রেকর্ড গড়েছেন। দ্বিতীয় স্থানের চেয়ে দ্বিগুণ বেশি সম্পদ তাঁর। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দশের তালিকা।

সাইরাস পুনাওয়ালা

সাইরাস পুনাওয়ালা

সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা এবথ তালিকায় দশম স্থানে রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯১০ বিলিয়ন মার্কিন ডলার।

রাধাকৃষণ ধামানি

রাধাকৃষণ ধামানি

বিনিয়োগকারী রাধাকৃষণ ধামানি এবছরের তালিকায় বড় চমক। তিনি ১০০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে রয়েছেন নবম স্থানে রয়েছেন।

উদয় কোটাক

উদয় কোটাক

কোটাক মহিন্দ্রা এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক ১০৭০ কোটি মার্কিন ডলার নিয়ে ফোর্বসের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।

কুমার বিড়লা

কুমার বিড়লা

আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লা ১১৮০ কোটি মার্কিন ডলার সম্পদ নিয়ে সপ্তম স্থানে রয়েছেন।

দিলীপ সাংভী

দিলীপ সাংভী

সান ফার্মা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দিলীপ সাংভী ষষ্ঠ স্থানে রয়েছেন। গতবছরে তিনি ছিলেন নবম স্থানে। তার আগের বছরে সাংভী ছিলেন তালিকায় দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদ ১২৮০ কোটি মার্কিন ডলার।

শিব নাদার

শিব নাদার

এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদার আগের বছরের তালিকায় ৭ নম্বরে ছিলেন। এবছর তিনি দুধাপ উঠে পাঁচ নম্বরে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪৬০ মার্কিন ডলার।

লক্ষ্মী মিত্তল

লক্ষ্মী মিত্তল

স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তল আগের বারে ছিলেন চতুর্থ স্থানে। এবারও তিনি চার নম্বরেই রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮৫০ কোটি মার্কিন ডলার।

আজিম প্রেমজী

আজিম প্রেমজী

উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজী এবছর তিন নম্বরে রয়েছেন। আগের বারের চেয়ে একধাপ নিচে নেমে গিয়েছেন তিনি। প্রেমজীর মোট সম্পদের পরিমাণ ১৮৮০ কোটি মার্কিন ডলার।

হিন্দুজা পরিবার

হিন্দুজা পরিবার

আগের বারে ছিল তৃতীয় স্থানে। এবছর ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে হিন্দুজা পরিবার। তাঁদের মোট সম্পদ ১৯৫০ কোটি মার্কিন ডলার।

মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি

দ্বিতীয় স্থানে থাকা হিন্দুজা পরিবারের দ্বিগুণ সম্পদ রয়েছে এতা মুকেশ আম্বানির কাছে। গত এক দশক ধরে তিনিই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। আগের বছরের চেয়ে ৮০০ কোটি ডলার বেড়ে তাঁর সম্পদ ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ছুঁয়েছে। সবমিলিয়ে সারা বিশ্বে তিনি ধনীদের তালিকায় ১৯ নম্বরে রয়েছেন।

English summary
Forbes richest Indian billionaires 2018, Mukesh Ambani to Cyrus Poonawalla, See the full list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X