For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মক্ষেত্রে যেই পাঁচটি ভুল আপনার সর্বনাশ ডেকে আনতে পারে!

কর্মক্ষেত্রে যেই পাঁচটি ভুল আপনার সর্বনাশ ডেকে আনতে পারে!

Google Oneindia Bengali News

প্রতি বছর কলেজের গণ্ডি পেরিয়ে চাকরিতে ঢোকে বহু তরুণ। এর মধ্যে অনেকেই নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পান, আবার অনেকে না পেয়ে অন্য যা পান তাতেই কাজ করতে শুরু করেন। তবে এই নতুন প্রজন্মের চাকুরিজীবিদের অনেকেই অবগত নয় যে কী কী কারণে তাদের কেরিয়ার নষ্ট হতে পারে। বা কী করলে কর্পোরেটের মই বেয়ে অনেক ওপরে যেতে পারে। চাকরিতে বদল নয় বরং ওপরে উঠতে এই ভুলগুলি করা থেকে বিরত থাকবেন...

ডেডলাইন মিস

ডেডলাইন মিস

সবসময় ডেডলাইন মেনে কাজ শেষ করা উচিত। কাজের প্রেশার নিতে শিখে সময় মত কাজ সম্পন্ন করতে পারলে সামনের রাস্তা অনেক মসৃণ হবে আপনার জন্য। ডেডলাইন মিস করলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা যেমন কমবে তেমন উপরে ওঠার রাস্তাও বন্ধ হতে থাকবে।

বেতন ও সুবিধা নিয়ে দরাদরি না করা

বেতন ও সুবিধা নিয়ে দরাদরি না করা

সম্প্রতি এক সার্ভেতে উঠে আসে যে বর্তমানে চাকুরিজীবিরা নিজেদের বেতন বা সুবিধা নিয়ে দর দাম করে করে না। এতে তারা নিজেদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব হারায়। তাছাড়া নিজেদের উপর বেশি চাপ নিয়ে নেয় কর্মীরা। পরে সেই অনুযায়ী কাজ না করতে পারলে কোম্পানির থেকে তিরস্কৃত হয়। এদিকে 'না'-এর ভয়ে বেতন নিয়ে দরাদরি করতেও সাহস পায় না তারা। তবে এরকম পরিস্থিতিতে কিন্তু এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়।

পুরোনো অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখা

পুরোনো অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখা

চাকরি ছাড়লেও পুরোনো অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। তবে বেশিরভাগ মানুষই তা করেন না। এতে আপনার পরবর্তী চাকরি পেতে বা ভালো স্থানে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

ক্ষমা না চাওয়া

ক্ষমা না চাওয়া

কাজ করলেই ভুল হবে। এই ক্ষেত্রে কোনও ভুল হলে সঙ্গে সঙ্গে সেই কারণে ক্ষমা চেয়ে নিয়ে এগিয়ে যাওয়া উচিৎ। কাজের ক্ষেত্রে ক্ষমা চাওয়ায় কোনও লজ্জা নেই। তবে ক্ষমা না চাইলে মানুষের ঔদ্ধত্ব ফুটে ওঠে।

দক্ষতা বৃদ্ধি না করা

দক্ষতা বৃদ্ধি না করা

অনেক সময়ই যে কাজের জন্যে আপনাকে চাকরিটি দেওয়া হয়, সেটি করতে থাকেন। এবং সময় হলে অফিস থেকে বেরিয়ে যান। অন্য কাজ শেখান ইচ্ছার অভাব কিন্তু পরবর্তীতে এগিয়ে যেতে আপনাকে অনেক বাধা দেবে। এবং সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে ভালো চাকরি পেতেও অসুবিধা হতে পারে।

English summary
five mistakes in workplace or office that can ruin careers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X