For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে খুলছে প্রথম 'স্পেস হোটেল'! যাবেন নাকি পরিবার নিয়ে, জেনে নিন খরচপাতি

মহাকাশে খুলতে চলেছে বিশ্বের প্রথম হোটেল। ২০২২ সালে আসছে 'অরোরা স্টেশন' নামের এই বিলাসবহুল হোটেল।

  • |
Google Oneindia Bengali News

একদিনে প্রতি দেড় ঘণ্টা অন্তর পৃথিবী পরিক্রমা করতে চান? দিনে ১৬বার সূর্যগ্রহণ ও সূর্যাস্ত দেখতে চান? যদি প্রতিবেদনের শুরুতেই মনে করেন প্রলাপ বকা হচ্ছে, তাহলে অবাক হওয়ার এখনও অনেক বাকী রয়েছে। কারণ মহাকাশে খুলতে চলেছে বিশ্বের প্রথম হোটেল। ধরাধামে যেমন গাঁটের কড়ি খরচ করে হোটেলে থাকেন, ঠিক সেভাবেই মহাকাশে গাঁটের কড়ি খরচ করে নিশ্চিন্তে কয়েকদিন থেকে আসা এবার সম্ভব হতে চলেছে কয়েকবছরের মধ্যেই।

মহাকাশে হোটেল

মহাকাশে হোটেল

২০২২ সালে আসছে 'অরোরা স্টেশন' নামের এই বিলাসবহুল হোটেল। এই হোটেলকে বলা হচ্ছে বিশ্বের প্রথম বিলাসবহুল মহাকাশ হোটেল। এখানে গুচ্ছের টাকা খরচ করলেই থেকে-খেয়ে আসতে পারবেন। সমস্ত ব্যবস্থাই সেখানে থাকবে। তবে জায়গাটা কিন্তু মহাকাশ। সেটা খেয়াল রাখবেন।

উদ্যোগী মার্কিন সংস্থা

উদ্যোগী মার্কিন সংস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ নিয়ে কাজ করা স্টার্ট-আপ সংস্থা 'ওরিয়ন স্প্যান' এই প্রোজেক্টে কাজ করছে। সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই মহাকাশের হোটেলের বুকিং শুরু হয়ে গিয়েছে। ১২ দিনের সফরে ৬ জন ব্যক্তি নেওয়া হবে। ৪ জন অতিথি আর ২ জন কর্মী।

২০০ মাইল উপরে

২০০ মাইল উপরে

পৃথিবী পৃষ্ঠ থেকে ২০০ মাইল উপরে লো আর্থ অরবিটে হোটেলটি স্থাপনা হবে। সেখান থেকে মহাকাশের দূরদুরান্ত পর্যন্ত দেখা যাবে। এছাড়া পৃথিবীকেও উপর থেকে অন্য চোখে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দুই মেরুপ্রান্তের শোভাও উপর থেকে দেখা যাবে।

খরচ ৯০ লক্ষ ডলার

খরচ ৯০ লক্ষ ডলার

মহাকাশে এই ১২দিন থাকতে খরচ পড়বে ৯০ লক্ষ ডলার। জন প্রতি এই টাকা দিলেই আপনাকে মহাকাশে নিয়ে যাবে এই সংস্থা। মহাকাশে যেতে বুকিং শুরু হয়েছে ৮০ হাজার ডলার দিয়ে। পরে সংস্থা জানিয়ে দেবে কীভাবে বাকী টাকা দিতে হবে।

আগে নিতে হবে প্রশিক্ষণ

আগে নিতে হবে প্রশিক্ষণ

যদিও টাকা দিলেই সরাসরি আপনার মহাকাশ যাত্রা সম্ভব নয়। এজন্য তিন মাসের একটি প্রশিক্ষণ নিতে হবে মহাকাশ যাত্রার উপরে। সাধারণত ২ বছরের প্রশিক্ষণ লাগে মহাকাশচারীদের। তবে ওরিয়ন স্প্যান সংস্থা তিন মাসে সেই প্রশিক্ষণ করিয়ে সার্টিফিকেট এে দেবে।

অভিজ্ঞতা হবে মহাকাশচারীদের মতো

অভিজ্ঞতা হবে মহাকাশচারীদের মতো

সংস্থার তরফে ফ্র্যাঙ্ক বাংগার জানিয়েছেন, মহাকাশে হোটেল চালু করার কথা অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল। সেটা এবার বাস্তবায়িত হচ্ছে। মহাকাশ ভ্রমণ শুধু নয়, মহাকাশে থাকার অভিজ্ঞতাও পর্যটকেরা সঙ্গে নিয়ে ফিরতে পারবেন। একেবারে মহাকাশচারীদের মতোই অভিজ্ঞতা নিয়ে পর্যটকেরা মহাকাশের হোটেল থেকে ফিরতে পারবেন।

থাকবে ইন্টারনেটের ব্যবস্থা

থাকবে ইন্টারনেটের ব্যবস্থা

মহাকাশের হোটেলে উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা থাকবে। ফলে পরিবার থেকে কয়েকদিন দূরে গেলেও ভিডিও চ্যাটে পৃথিবীতে যোগাযোগ করে পরিবারের সঙ্গে কথা বলা যাবে। মহাকাশে ভেসে থেকে পরিবারকে ভিডিও চ্যাটে যোগাযোগ করে চারপাশ দেখানো যাবে।

বাড়ির মাপের হোটেল

বাড়ির মাপের হোটেল

অরোরা স্পেস স্টেশনের মাপ হতে চলেছে ৩৫ বাই ১৪ ফুট। পরে চাহিদা অনুযায়ী হোটেলের আকার বাড়িয়ে নেওয়া সম্ভব বলে ওপিয়ন স্প্য়ান সংস্থা জানিয়েছে।

আরও সংস্থা উদ্যোগী

আরও সংস্থা উদ্যোগী

শুধু এই সংস্থাই নয়, মহাকাশে হোটেল খুলতে আরও বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। তারাও আগামিদিনে মহাকাশে হোটেল খুলে অতিথিদের অভ্যর্থনা জানাবে। সেক্ষেত্রে খরচ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আগে অন্য প্রচেষ্টা

আগে অন্য প্রচেষ্টা

এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভ্রমণ এমনকী ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ ভ্রমণ আগেও হয়েছে। তাতে জনপ্রতি খরচ অনেক বেশি ছিল। ওরিয়ন স্প্যান সেই তুলনায় খরচ অনেক কম বলেছে বলে অনেকে দাবি করেছেন।

English summary
Texas-based startup Orion Span has revealed plans for a luxury space hotel, which is expected to open in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X