For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রথের মেলায় সেরা ৮ মুহূর্ত, যাতে আজ বুঁদ বাঙালি

রথযাত্রার উৎসবের আমেজে এদিন মাতোয়ারা বাঙালি। রথযাত্রা মানেই রথের মেলার মজা। উৎসবের কয়েকদিন আগে থেকেই রাস্তার ধারে স্চল তৈরির কাজ, বাঁশ পোঁতা শুরু হতেই মেলার মেজাজ ঘিরে ধরে।

  • |
Google Oneindia Bengali News

রথযাত্রার উৎসবের আমেজে এদিন মাতোয়ারা বাঙালি। রথযাত্রা মানেই রথের মেলার মজা। উৎসবের কয়েকদিন আগে থেকেই রাস্তার ধারে স্চল তৈরির কাজ, বাঁশ পোঁতা শুরু হতেই মেলার মেজাজ ঘিরে ধরে। আর ধীরে ধীরে রঙ বাহারি স্টল-দোকানপাটের ঝআঁপি খুলতেই , তাতে চোখ চলে যায় স্কুল ফিরতি শিশুদের । শুরু হয় রথের মেলার অপেক্ষা।

পাঁপড় ভাজা থেকে জিলিপি, রান্নাবাটি, কাঠের রথ, আটবেশের সামগ্রী, এগুলো ছাড়া রথের মেলা ভাবাই যায় না! দেখে নেওয়া যাক এমনই কিছু জিনিস , যাকে ঘিরে বাঙালি আজও ভোগে নস্টালজিয়ায়।

পাঁপড় ভাজা

পাঁপড় ভাজা

ভাজা পাঁপড় ছাড়া রথের মেলা ঠিকঠাক মেজাজে জমে না! অল্প মেঘ রোদ্দুরের খেলায় , বিকেলে রথের মেলার স্টলে পাপড় ভাজা ছাড়া আমেজ জমে না রথের মেলার।

[আরও পড়ুন:পুরীর মন্দিরে চলছে উপাচার পালন, দেখুন ভিডিও][আরও পড়ুন:পুরীর মন্দিরে চলছে উপাচার পালন, দেখুন ভিডিও]

জিলিপি

জিলিপি

বাঙালির গৃহস্থ জানে, রথের মেলা মানে সকাল থেকে স্টলে ভাজা জিলিপি বার বার ঠোঙা মুড়ে বাড়িতে ঢুকবে। তাই পেঁয়াজি থেকে জিলিপি এদিন বাঙালির রসনা তৃপ্তিতে ব্যস্ত থাকে!

খেলনা-বাটি

খেলনা-বাটি

রথের মেলায় পথের ধারের দোকানে গিয়ে রান্নাবাটি থেকে পুতুল , কিংবা প্লাস্টিকের খেলনা গাড়ির জন্য যদি কচিকাটার বায়নাই না জুড়লো , তবে তা কেমন রথের মেলা! তাই খেলনার দোকানের সামনে কচিকাচাদের ভিড় আর তাদের অভিভাবকদের ভিড় এদিনের অন্যতম সেরা মুহুর্তকে তুলে ধরে।

গয়নার সাজ

গয়নার সাজ

খেলনার দোকানের সামনে যদি কচিকাচাদের ভিড় জমে ,তাহলে গয়নার স্টলের সামনে কিশোরী থেকে তরুণীদের ভিড় এদিন চোখে পড়ার মতো হয়।

বিবিধের মাঝে মিলন

বিবিধের মাঝে মিলন

মেলার আনন্দে গা ভাসানোর জন্য বহু জায়গা তেই আয়োজিত হয় নানান রাইড-এর। আর মায়ের হাত ধরে চলা খুদেদের নজর কিন্তু সেদিকেই থাকে!

 ছোট্ট রথ

ছোট্ট রথ

রথের মেলা থেকে ছোট রথ কেনার ধুম এদিন সকাল থেকেই দেখা যায়। ছোট কাঠের রথে জগন্নাথ ,বলরাম ,শুভদ্রাকে নিয়ে যাওয়ার উৎসাহ এযুগের কচিকাচাদের মধ্যেও কিছুটা চোখে পড়ে।

নাগোর দোলা

নাগোর দোলা

রথের মেলায় নাগোরদোলায় চড়েহইচইয়ের মজাই আলাদা! তাই এদিন এই আনন্দ থেকে নিজেকে অনেকেই বাদ রাখতে চান না।

English summary
Few Nostalgic things that attached to bengali community on Rath yatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X