For Quick Alerts
For Daily Alerts
(ছবি) মজার ছলে : মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কী বলছেন কবিগুরু, নেতাজি, অতুলপ্রসাদ?
কেন্দ্রীয় সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ২০০০ টাকার নোট প্রচলন নিয়ে চর্চার শেষ নেই। মানুষের হয়রানি ভোগান্তি হলেও অধিকাংশ ভারতীয়ই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ আবার এই নোট বাতিলকে মজার রসদ বানিয়েছেন।
৫০০ ও ১০০০ টাকার অকেজো নোট নিয়ে মজাদার জোকস
(ছবি) 'অকেজো' ৫০০ ও ১০০০ টাকার নোট এখন 'খিল্লির পাত্র' সোস্যাল মিডিয়া-ম্যাসেঞ্জারে
তাবড় তাবড় রাজনৈতিক নেতারা নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। পিছিয়ে নেই বলিউড ক্রিকেট মহলও। স্বর্গ থেকে মনীষীরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হোয়াটঅ্যাপে সেই সব প্রতিক্রিয়াই ঘোরাফেরা করছে। পাঠকদের জন্য আমরা এমনই কিছু মণীষীদের প্রতিক্রিয়া জোগাড় করেছি।
{photo-feature}