For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ অগাস্ট সূর্যগ্রহণ সম্পর্কে এই তথ্যগুলিতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন

কয়েকদিন আগেই হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। আর সামনেই আসতে চলেছে সূর্যগ্রহণ। আগামী ২১ শে অগাস্ট সূর্যগ্রহণ দেখা যাবে স্পষ্টভাবে আমেরিকার আকাশ থেকে।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। আর সামনেই আসতে চলেছে সূর্যগ্রহণ। আগামী ২১ শে অগাস্ট সূর্যগ্রহণ দেখা যাবে স্পষ্টভাবে আমেরিকার আকাশ থেকে। তা নিয়ে মার্কিন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র নাসার উৎসাহ উত্তেজনা চরমে। ২১ অগাস্টের এই মহাজগতিক ঘটনার আগে দেখে নেওয়া যাক সূর্য ও চন্দ্রগ্রহণ সংক্রান্ত বেশ কিছু তথ্য।

[আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন]

চন্দ্র সূর্যের দূরত্ব ও গ্রহণ

চন্দ্র সূর্যের দূরত্ব ও গ্রহণ

চন্দ্র ও সূর্যের দূরত্বের ৩ শতাংশ এবং চন্দ্র ও পৃথিবীর দূরত্বের ১২ শতাংশের ওপর নির্ভর করে, সূর্য ও চন্দ্র গ্রহণের দিন ক্ষণ। এই দূরত্বের উপর নির্ভর করে গ্রহণের পর্ব।

কতদিন বাদে সূর্যগ্রহণ হয় জানেন ?

কতদিন বাদে সূর্যগ্রহণ হয় জানেন ?

৬, ৫৮৫.৩ দিনের পর আরেকটি সূর্যগ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য থাকে মোট ৬, ৫৮৫.৩ দিনের। যে পরিমাণ দিনের ব্যবধানে এই গ্রহণ হয়, সেই ব্যবধানকে সারোস সাইকেল বলা হয়।

কতক্ষণ থাকবে সূর্যগ্রহণ?

কতক্ষণ থাকবে সূর্যগ্রহণ?

মোট সম্পূর্ণ গ্রাসে সূর্যকে ঢেকে দেওয়ার সময়ক্ষণ ২ মিনিট ৪০ সেকন্ড বলে জানা গিয়েছে। যা ২১ শে অগাস্ট পরিলক্ষিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের কবে হবে সূর্যগ্রহণ ?

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের কবে হবে সূর্যগ্রহণ ?

এরপর আবার ২০২৪ সালের ৮ এপ্রিল পরের সূর্যগ্রহণ দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রাসের সময়কাল তখন ৩ মিনিটের কয়েক সেকেন্ড বেশিক্ষণ পর্যন্ত স্থানী হবে বলে জানা গিয়েছে।

২১ অগাস্টের সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন আমেরিকাবাসীরা?

২১ অগাস্টের সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন আমেরিকাবাসীরা?

মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ,২১ অগাস্টের সূর্যগ্রহণের দৃশ্য লাইভ সম্প্রচার করতে চলেছে। সেজন্য় এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন প্রায় ৫০০ মিলিয়ন মার্কিনি। এছাড়াও কানসাস, ইলিনোইস, মিসউরি সহ একাধিক জায়গা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে বলে মনে কার হচ্ছে।

English summary
When I first wrote this blog, the event was more than three years away. Not anymore! Each day now seems to bring a new announcement of a talk, a workshop, or an event related to the eclipse. With tens of millions of people headed for the zone of totality, it’s going to be the biggest science event in history.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X