For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্গিল যুদ্ধে টাইগার হিল কীভাবে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় সেনা ! ফিরে দেখা রুদ্ধশ্বাস সেই কাহিনি

ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কার্গিল যুদ্ধ। দেশের সেনার শৌর্যের গাথা লিখেছে এই রক্তক্ষয়ী ইতিহাস।

  • |
Google Oneindia Bengali News

ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কার্গিল যুদ্ধ। দেশের সেনার শৌর্যের গাথা লিখেছে এই রক্তক্ষয়ী ইতিহাস। সেই অধ্যায়েরই একটি প্রাসঙ্গিক দিক টাইগার হিল দখল। এই টাইগার হিল জম্মু ও কাশ্মীরের দ্রাস এলাকার একচি পয়েন্ট। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় এখান দিয়েও অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তান।

১৯২ মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার ছিলেন এমপিএস বাজওয়া। তিনিই বর্ণনা করেছেন শত্রুদের হাত থেকে কীভাবে টাইগার হিলকে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় সেনা। দেখে নেওয়া যাক সেই রুদ্ধশ্বাস কাহিনি।

কীভাবে শুরু হয়েছিল অভিযান?

কীভাবে শুরু হয়েছিল অভিযান?

ব্রিগেডিয়ার জানাচ্ছেন, তাঁর ব্রিগেড হেডকোয়ার্টার ঘটনাস্থলে পৌঁছনোর আগে, বেশ কিছু ব্রিগেড ততক্ষণে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। ২৫ জুন নিজের ব্রিগেড নিয়ে এগোতে থাকেন ব্রিগেডিয়ার। ততক্ষণে ব্রিগেডিয়ার বাজওয়ার ওপর দায়িত্ব পড়ে যায় টাইগার হিলকে শত্রুদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার।

হামলা কীভাবে চালানো হয়?

হামলা কীভাবে চালানো হয়?

টাইগার হিলের সবচেয়ে কঠিন দিকটি দিয়ে যাত্রাপথ স্থির করে ব্রিগেডিয়ারের বাহিনী। ঘাতক বাহিনীর গ্রেনেডিয়ারদের নিয়ে যাত্রা শুরু হয় তাঁদের। বাহিনির সঙ্গে থাকে মাউন্টেনিয়াররা। শুরু হয় যাত্রা। ৮ জন শিখ সেনা জওয়ানের ওপর দায়িত্ব রেজিমেন্টের সম্মান রক্ষার দায়িত্ব বর্তায়।

 এরপর কী হয়?

এরপর কী হয়?

১৮ জন গ্রেনেডিয়ারের দল উঠে যায় পাহাড়ের এক্কেবারে উপরে। আর পাহাড়ের উপরে উঠতেই পাকিস্তানের দিক থেকে শুরু হয় ব্যাপক গোলাবর্ষণ। প্রতিঘাতে না গিয়ে প্রথমে প্রতিরক্ষার পথে হাঁটতে শুরু করে বাহিনী। আর প্রতিরক্ষা চালিয়ে গিয়ে টাইগার হিলের ওপর থেকে তাঁরা এক চুলও নড়েননি। এরপর ধীরে ধীরে প্রতিঘাতের রাস্তায় যায় ভারতীয় বাহিনী। ভারতীয় সেনার গোলায় মৃত্যু হয় ১৪ জন পাক সেনা জওয়ানের।

কীভাবে শিড়দাঁড়া ভাঙা হয় পাকিস্তানের?

কীভাবে শিড়দাঁড়া ভাঙা হয় পাকিস্তানের?

পাকিস্তানের দিক থেকে ক্যাপ্টেন কর্নাল শের খান ততক্ষণে ক্রমেই পাক সেনাকে উদ্বুদ্ধ করতে থাকেন। এদিকে, পাকিস্তানী সেনাকে দুর্মুশ করতে প্রথমের বাহিনীর নেতাকে শেষ করার পন্থা নেয় ভারত। টাইগার হিল-এ পাক হামলায় নেপথ্য নায়ক ক্যাপ্টেন কার্নাল শের খান ভারতীয় গোলায় নিহত হন। মনোবল ভাঙতে থাকে পাকিস্তানী সেনার। এরপর ৩০ জন পাক সেনা নিহত হতেই ধীরে ধীরে টাইগার হিল ছেড়ে নামতে থাকেন পাকিস্তানেী সেনা। ব্রিগেডিয়ার বাজওয়া আজও স্মরণ করেন পাক ক্যাপ্টেন কার্নাল শের খানের বীরত্ব। এখানেই উঠে আসে বীরের প্রতি বীর সেনার শ্রদ্ধার এক অনবদ্য অধ্যায়।

English summary
Facts of kargil diwas,How Indian troops overcame difficult terrain and ensured victory.Heres how Eight Sikh played a pivotal role in the capture of Tiger Hill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X