For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলেট ট্রেনে থাকছে আধুনিক সমস্ত ব্যবস্থা, কী কী আয়োজন জানলে চমকে উঠবেন

একনজরে দেখে নেওয়া যাক বুলেট ট্রেনে কী কী আয়োজন থাকছে।

  • |
Google Oneindia Bengali News

নানা কারণে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজ থমকে রইলেও ভারতীয় রেল এই প্রকল্পের অন্য কাজ থামিয়ে রাখেনি। অন্দরের সাজসজ্জা কেমন হবে, তাতে যাত্রী স্বাচ্ছন্দ্য কতটা বজায় থাকবে তা নিশ্চিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। মোট সাড়ে সাতশো আসন থাকছে। তার মধ্যে ৫৫টি আসন বিজনেস ক্লাসের জন্য ও ৬৯৫টি আসন স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য। এছাড়া আলাদা করে লাগেজ রাখার ব্যবস্থা থাকছে। শৌচালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় আধুনিকতার ছোঁয়াচ লেগেছে। একনজরে দেখে নেওয়া যাক বুলেট ট্রেনে কী কী আয়োজন থাকছে।

শিশুকে খাওয়ানোর ঘর

শিশুকে খাওয়ানোর ঘর

ছোট শিশুদের খাওয়ানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকছে বুলেট ট্রেনে। অনেক সময় ট্রেনের কামরায় ছোট শিশুকে খাওয়াতে গিয়ে মায়েদের অস্বস্তির শিকার হতে হয়। বিশেষ করে একেবারে ছোট শিশুদের মাতৃদুগ্ধ পান করানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে বুলেট ট্রেনের সেই কথা মাথায় রেখে আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে।

অসুস্থদের আলাদা ঘর

অসুস্থদের আলাদা ঘর

ট্রেনে উঠে কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা অসুস্থ যাত্রীদের জন্য ট্রেনে আলাদা ঘরের ব্যবস্থা করা হচ্ছে। ফলে অসুস্থদের যাত্রা আরও নিরাপদ্রব হবে।

প্রতিবন্ধীদের আলাদা ব্যবস্থা

প্রতিবন্ধীদের আলাদা ব্যবস্থা

বুলেট ট্রেনের সিট আরামদায়ক হওয়ার পাশাপাশি রোটেশন সিস্টেমের হবে। হুইল চেয়ারের যাত্রীদের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে যাতে সকলের মতো এই যাত্রীদের যাত্রাও সুখকর হয়।

ফ্রিজ, গিজারের ব্যবস্থা

ফ্রিজ, গিজারের ব্যবস্থা

ট্রেনের ভিতরেই ফ্রিজার রয়েছে। থাকবে জল গরমের ব্যবস্থাও। যাতে প্রয়োজন হলে চা ও কফি বানানো যেতে পারে। ট্রেনের মধ্যেই কফি মেকার থাকবে। হাত শুকানোর জন্য হ্যান্ড টাওয়েল ওয়ার্মারের ব্যবস্থাও থাকবে।

এলসিডি ডিসপ্লে

এলসিডি ডিসপ্লে

প্রতিটি কোচে এলসিডি ডিসপ্লে থাকছে। এতে বিভিন্ন গন্তব্যস্থলের বিবরণ পাওয়া যাবে। কোন স্টেশনে কখন ট্রেন পৌঁছবে, কত সময় লাগবে, পরে কোন স্টেশন আসছে, এমন সমস্ত তথ্য এখানে দেখা যাবে সিটে বসেই।

নারী-পুরুষের আলাদা শৌচালয়

নারী-পুরুষের আলাদা শৌচালয়

বুলেট ট্রেনে নারী-পুরুষের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হবে। একই জায়গায় অন্য ট্রেনের মতো যেতে হবে না। প্রতিটি কোচেই আলাদা করে সেই ব্যবস্থা থাকবে। এবং এতে অত্যাধুনিক সমস্ত সুবিধা থাকবে।

English summary
Facilities that Indian Railways offering in Bullet trains in upcoming Mumbai-Ahmedabad high-speed rail corridor project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X