For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধুত্বের এমন সেরা ১৫টি 'কোটেশেন' যা না পড়লে বন্ধুত্বকে মিস করবেন

বন্ধু মানে কী? এক একজন একরকম ব্যাখ্যা করেন। সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বন্ধুত্বের কোনও না কোনও সংজ্ঞা খাড়া করতে চান।

Google Oneindia Bengali News

বন্ধু মানে কী? এক একজন একরকম ব্যাখ্যা করেন। সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বন্ধুত্বের কোনও না কোনও সংজ্ঞা খাড়া করতে চান। এই সব সংজ্ঞাকে একত্রিত করে যদি একটা তাল বানিয়ে ফেলা যায় এবং সেই তালটিকে যদি ভেঙে ফেলা যায়, তাহলে ভিতরে যে 'কোর' জিনিসটি পড়ে থাকে সেটাই বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে একে অপরের মনকে ছুঁয়ে থাকা কোনও সম্পর্ক। যার তারগুলো জুড়ে থাকে আত্মার বন্ধনের সঙ্গে।

আসলে যে কোনও সম্পর্কে বন্ধুত্বটাই তো আসল। কারণ বন্ধুত্ব হয় স্বার্থহীন এক অপার্থিব চাওয়া-পাওয়ার বিনিময় প্রথায়। এটা এতটাই একটা মূল্যবান সম্পর্ক যেখানে শুধু থাকে একে অপরের পাশে দাঁড়ানোর আশ্বাস, একে অপরের সুখ-দুঃখ-কে ভাগ নেওয়ার প্রতিশ্রুতি থাকে। তাই বন্ধুত্বের কখনও বয়স বাড়ে না, বন্ধুত্বের কোনও পদবি হয়না, বন্ধুত্ব তাই চিরনবীন।

জীবনটা নিখুত হওয়ার জন্য নয় আনন্দের

আমরা জীবন জুড়ে শুধুই নিখুত হওয়ার চেষ্টা করি। এর জন্য অনেক সম্পর্কেও ত্যাগ করে দিতে পিছপা হয়নি। কিন্তু আমরা কি কখনও ভেবে দেখি সম্পর্কটা বড় না নিখুত হয়ে বেঁচে থাকাটা! তাই বাঁচুন বাঁচার আনন্দে, বন্ধুদের সঙ্গে।

জীবনে একটা বন্ধু না থাকলে তা যে ১৬ আনাই বৃথা

সম্পর্ক অনেক থাকে। কিন্তু তার মধ্যে খুঁজে নিতে হয় প্রকৃত বন্ধুকে।

বন্ধুত্ব মানে এক নিঃস্বার্থ সম্পর্ক

রাগ, দুঃখ-ভালবাসার এক চড়াই-উতরাই-এর সঙ্গে জুড়ে থাকে বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে কোনও নিস্তরঙ্গ সম্পর্ক নয়। বন্ধুত্ব অনেককিছু ভাবতে শেখায়।

বন্ধুত্ব মানে একরকম হওয়া নয়

বন্ধু মানেই যে আমার মতো হবে এমনটা নয়, তাই বন্ধুত্ব এতটাই সুমধুর।

বন্ধুত্বের কোনও 'দাম' হয় না

বন্ধুত্ব এক মূল্যবান উপহার যাকে কোনও দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না।

বন্ধুরা হাসতে শেখায়

আত্মাটা হয়তো আলাদা কিন্তু, দুই আত্মার তারগুলো জুড়ে গিয়ে যে সম্পর্ক তৈরি হয় তা অত্যন্ত সুমধুর। তাই বন্ধুত্ব এতটা সুন্দর। তাই বন্ধু মানে উচ্ছ্বাস, বন্ধু মানে হাসি।

'তুমি আমার বেস্টি'

চারপাশে ভিড় করে থাকা মুখগুলো। যার মধ্যে মাঝেমাঝেই মনে হতে পারে কে সেই প্রকৃত সহযোগী, যাকে বিশ্বাস করা যায়, যে এক প্রকৃত বন্ধুর মতো পাশে থাকতে পারে। তাই চিনে নিন নিজের প্রকৃত বন্ধুকে।

বন্ধুত্ব-কে সেলিব্রেশন করুন

জীবনে অনেককিছুই থাকবে। কাজের সাফল্য, অর্থ-সবকিছু। কিন্তু তারমাঝেই খুঁজে বের করুন বন্ধুত্বের সম্পর্কটাকে।

বন্ধুত্বের হয় না কোনও পদবি

এই বিশ্বাস রাখুন, দেখবেন জীবনটা হঠাতই খুব সুন্দর হয়ে গিয়েছে। ফোন করে ফেলুন জীবনের সেরা বন্ধুটাকে। যদি সে পাশে থাকে তাহলে তাকে বুকে জড়িয়ে নিন। বেরিয়ে পড়ুন কোথাও। নিখাদ আড্ডা। এটাই তো বন্ধুত্ব।

সত্যিকারের বন্ধু কারা

কিছু প্যারামিটারের ভিত্তিতে এটাকে মাপা গেলেও যে তা ঠিক হবে- এমন গ্যারান্টি দেওয়া যায় না। তবে, সত্যিকারের বন্ধু বলে তো একটা কিছু আছে- আসলে সত্যিকারের বন্ধু তারাই যে আপনার সঙ্গে কোনও বিনিময় প্রথা ছাড়াই নিঃস্বার্থভাবে জুড়ে থাকে।

একে অপরকে বন্ধুত্বের চোখে দেখুন

বন্ধু সম্পর্কে কোনও খারাপ ধারনা রাখবে না। কিছু সমস্যা থাকলে মিটিয়ে নিন। আর বলে ফেলুন 'তুমি আমার সেরা বন্ধু'।

বন্ধু কাছে আপনি আস্ত একটা 'ডিম'!

হ্যাঁ, আপনি যদি একটু বেশি খেপাটে হন তাহলে এমনটা আপনার বন্ধুরা ভাবতেই পারে।

জীবন নামক ভেলায় চড়ে বন্ধুত্বকে বহন করা

কখনও ভেবে দেখেছেন এমন এক কথা- কারণ জীবন মানে একটা সফর-যার সঙ্গে তুলনা চলতে পারে ভেলায় করে অজানার উদ্দেশে বেরিয়ে পড়া- যেখানে ভিড় করে থাকে একগুচ্ছ জীবন- কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও সঙ্গে থেকে যায় বন্ধুত্ব।

বন্ধুত্বের আড়ালে ছোট্টবেলায় করে ফেলা প্রোপোজ

বয়স বাড়ে, মনের জমে ওঠে নানা খেয়ালের ভিড়, তারমধ্যে ফিরে আসে এমনই সব স্মৃতি, সত্যি তো বন্ধু মানে তো জীবন, আর সেটা যদি ছোটবেলায় কাউকে বলে দেওয়া যায় সেটাও একটা অনুভূতি, জীবনের চলার পথে সেই ছোটবেলার কথাটা কারোর ক্ষেত্রে সফল হয়, কারোর হয় না, কিন্তু তা বলে তো বন্ধুত্ব হারিয়ে যায় না।

'এসো আমরা একে অপরকে জড়িয়ে ধরি'

বন্ধুত্বের এমন 'হাগ' কতদিন করেননি? তাই এমন বন্ধু দিবসে বন্ধুকে জড়িয়ে ধরুন। কারণ বন্ধু ছাড়া জীবন হয় নাকি। নিখুত হওয়ার আনন্দে নয় বন্ধুত্বের ভালবাসায় জীবনে বেঁচে থাকুন।

English summary
We can have our own life. We can have money and status also. But life without friends never be completed. We need friends and so here are some besties quotes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X