For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেরা ১৮টি ছবি, যা দেখলে মুখ ফেরাতে পারবেন না

places. বিশ্বজুড়েই সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বেশকিছু ছবি। কোথাও এই গ্রহণকে 'ব্লাড-মুন' আবার কোথাও 'ব্লু-মুন'-এর অ্যাখ্যাও দেওয়া হয়।

Google Oneindia Bengali News

ঘটে গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মহাজাগতিক এই ঘটনা প্রত্যক্ষ করতে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। বিশেষ করে এই পূর্ণগ্রাস গ্রহণে চাঁদ এতটাই লাল হয়েছিল যে তাকে 'ব্লাড মুন'-এর অ্যাখ্যা দেওয়া হয়। তবে কোথাও কোথাও এই পূর্ণগ্রাস গ্রহণে চাঁদকে 'নীলাভ'-ও দেখিয়েছে। চাঁদ কে মাত্রাতিরিক্ত 'লাল' বা 'নীলাভ' তার ব্যাখ্যাও মিলেছে বিজ্ঞানীদের কাছ থেকে। আসলে যে স্থানে দূষণ যত বেশি সেখানে বাতাসে জমে থাকা ধূলিকণার মধ্যে দিয়ে চাঁদকে দেখতে হয়। এবার সুপারমুনের সময় চাঁদ অন্য সময়ের থেকে আকারে অনেকটাই বড় দেখায়। আর দূষিত বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চাঁদকে দেখতে হওয়ায় তা রক্তের মতো লাল দেখিয়েছে। আবার যে স্থানে মাসে দু'বার পূর্ণিমা হয় সেখানে চাঁদকে পূর্ণগ্রাস গ্রহণে 'নীলাভ' বা 'ব্লু' দেখিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এমন কিছু ছবি সামনে এসেছে যা দেখে সত্যিকারেই মন ভরে ওঠে। দেখে নিন সেই সব ছবি--

জেরুজালেমে চন্দ্রগ্রহণ

জেরুজালেমে চন্দ্রগ্রহণ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে 'ব্লাড মুন' প্রত্যক্ষ করে জেরুজালেম। বিশালাকার চাঁদের আলোয় মায়াবী ছিল জেরুজালেম এবং তার এই জলাশয়।

ইজরায়েলে চন্দ্রগ্রহণ

ইজরায়েলে চন্দ্রগ্রহণ

ইহুদিদের দেশে আংশিক চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ হয়।

চিনের জিংজিয়াং

চিনের জিংজিয়াং

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো চিনের জিংজিয়াং প্রদেশে আগ্রহ ছিল তুঙ্গে।

নিউ ইয়র্ক

নিউ ইয়র্ক

ছবির মতো এমন ছবি ধরা পড়েছে নিউ ইয়র্কের স্কাই লাইনে।

পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের ব্যাকড্রপে জ্বলল আগ্নেয়গিরি

পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের ব্যাকড্রপে জ্বলল আগ্নেয়গিরি

এমন এক দূর্লভ ছবি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। যেখানে দেখা যাচ্চে জ্বলন্ত আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসছে ধোঁয়া, আর তার ব্যাকগ্রাউন্ডে বিশালাকার চাঁদ।

এথেন্সের অ্যাক্রোপলিসের মাথায় চন্দ্রগ্রহণ

এথেন্সের অ্যাক্রোপলিসের মাথায় চন্দ্রগ্রহণ

এমন ছবি তো প্রাণ ভরে দেখার জন্যই মানুষ তিতিক্ষা নিয়ে বসে থাকে।

ফ্লোরিডায় গাছের ডালপালায় লুকোচুরি

ফ্লোরিডায় গাছের ডালপালায় লুকোচুরি

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখন শুরু হয়েছে, আর গাছের আড়াল দিয়ে বারবার এমনভাবেই লুকোচুরি খেলল চাঁদ।

এ তো রঙ তুলি-র ক্যানভাস

এ তো রঙ তুলি-র ক্যানভাস

স্থানের নাম জানা যায়নি। তবে আংশিক চন্দ্রগ্রহণের এই ছবি সত্যিকারেই সুন্দর।

আস্তে আস্তে কালো ছায়ার প্রলেপ

আস্তে আস্তে কালো ছায়ার প্রলেপ

গ্রহণের গ্রাসে ডুবে যাচ্ছে চাঁদমামা।

এমন চাঁদকে প্রাণভরে দেখা তো স্বপ্ন

এমন চাঁদকে প্রাণভরে দেখা তো স্বপ্ন

আপনি কি সত্যিকারের একজন প্রেমিক বা প্রেমিকা। তাহলে এমন ছবি নিজের মনের কোনাতে কোনও দিন কল্পনাতে আনেননি তা বলতে লজ্জা পাবেন না। বিস্তৃত জলরাশির অপরপারে জঙ্গল গাছের মাথায় চাঁদের এমন লজ্জা লজ্জা করে ঘোমটা টানা প্রত্যক্ষ করা তো মান্না দে-র সেই গানের মতোই! 'চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি'।

পৃথিবীর বুকে যেন নেমে আসছে চাঁদমামা

পৃথিবীর বুকে যেন নেমে আসছে চাঁদমামা

এমন ছবি বিশ্বাস করাটাই কঠিন। যেন মনে হচ্ছে নেমে আসছে চাঁদমামা। চন্দ্রগ্রহণের এমন ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

গম্বুুজের মাথায় সুপার মুন

গম্বুুজের মাথায় সুপার মুন

ছবির কাল থাকলেও স্থান নেই। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় নজর টেনেছে এই চাঁদ।

চাঁদের এমন আলোয় মুগ্ধ হল রজনী

চাঁদের এমন আলোয় মুগ্ধ হল রজনী

নন্দনের নান্দনিক চর্চা বরাবরই নজর টানে। আর নন্দন চর্চায় যুক্ত হয় একটুকরো চাঁদের আলো! তাহলে তো কথাই নেই। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিনে এমন এক স্থাপত্যের পিছনের আকাশে চাঁদের মায়াবী রূপ এক অন্য মায়া তৈরি করল মানুষের চোখে।

জ্বলছে মিনার নিবছে চাঁদ

জ্বলছে মিনার নিবছে চাঁদ

এ যেন মহাজাগতিক এক শাশ্বতের সাময়িক নিস্প্রভতা, আর সেই সুযোগে জেগে মানুষের তৈরি এই মিনারের। কিন্তু, এই সন্ধিক্ষণ তৈরি করল এক অপূর্ব চিত্রকল্প।

আছে চাঁদ, জ্বলছে লাইটহাউস-পথিক তুমি এসো-র আমন্ত্রণ

আছে চাঁদ, জ্বলছে লাইটহাউস-পথিক তুমি এসো-র আমন্ত্রণ

আমেরিকার পেনসাকোলার এই ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে।

এই চন্দ্রগ্রহণ কি প্রাগৈতিহাসিক, ভাঙল ভুল

এই চন্দ্রগ্রহণ কি প্রাগৈতিহাসিক, ভাঙল ভুল

কিছু পাথর খন্ড, আর উপরে চাঁদ। দেখে মনে হবে কোনও প্রাগৈতিহাসিক যুগের চাঁদ এটি।

মন্দিরের মাথায় 'ব্লাড-মুন'

মন্দিরের মাথায় 'ব্লাড-মুন'

চাঁদ যেন আগুনের গোলা। আর এই জন্যই পূর্ণগ্রাস চন্দ্রহণের চাঁদকে ডাকা হল 'ব্লাড মুন' বলে।

চলতে চলতে চাঁদ দেখুন

এমন এক অভিজ্ঞতা খুবই দুর্লভ।

English summary
World has observed lunar eclipse on 31 January. Though this super moon eclipse has been seen from some selective places.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X