For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের, বাগরি মার্কেট আগুনে ক্ষতির পরিমাণ কয়েক কোটির

আর এক মাস সময়ও বাকি নেই পুজো আসতে। তার আগে বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন ফিরিয়ে এনেছে ১০ বছর আগের নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ডের স্মৃতি। গোটা মার্কেটের বহু দোকানই এখন কার্যত ভস্মীভূত।

  • |
Google Oneindia Bengali News

আর এক মাস সময়ও বাকি নেই পুজো আসতে। তার আগে বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন ফিরিয়ে এনেছে ১০ বছর আগের নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ডের স্মৃতি। গোটা মার্কেটের বহু দোকানই এখন কার্যত ভস্মীভূত। আর এমম এক পরিস্থিতিতে কার্যত মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

মাথায় আকাশ ভেঙে পড়া

মাথায় আকাশ ভেঙে পড়া

গতকাল গভীর রাতে আগুন লাগে বাগরি মার্কেটে। ক্রমেই তা ভয়াবহ আকার নিতে শুরু করে । মার্কেটে বহু ওষুধের দোকান ও প্রসাধনীর দোকান থাকায় সেখানের রাসায়নিক থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আর তার জেরেই নিমেষে ভস্মীভূত হতে থাকে বহু দোকান।

'পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকান'

'পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকান'

মার্কেটে আগুন লাগার খবের বহু ব্যবসায়ীরই মাথায় হাত পড়েছে। পুজোর আগে অনেকেই তুলেছিলেন বহু মালপত্র। কারণ পুজোর বাজারে তার চাহিদা থাকবেই। আর একরাতের আগুন সেই সমস্ত তুলে আনা মালপত্রকে গ্রাস করেছে মুহূর্তে। অনেক ব্যবসায়ীই চোখের জলে জানাচ্ছেন 'প্রায় কোটি টাকার ধাক্কা। পুড়ো ছাই হয়ে গিয়েছে দোকান। সরকার একটু সাহায্য করলে ভালো হয়।'

[আরও পড়ুন: Live Fire- ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও দাউদাউ করে জ্বলছে বাগরি মার্কেট, আতঙ্কে মানুষ ][আরও পড়ুন: Live Fire- ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও দাউদাউ করে জ্বলছে বাগরি মার্কেট, আতঙ্কে মানুষ ]

কী থেকে আগুন লাগতে পারে?

কী থেকে আগুন লাগতে পারে?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ,শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। মার্কেটে প্রচুর দাহ্য বস্তু থাকার কারণে সহজে ছড়িয়ে পড়ে আগুন। যার স্ফুলিঙ্গ ক্রমেই বাইরে থেকে দেখা যাচ্ছে।

[আরও পড়ুন:বাগরি মার্কেটে আগুন লাগার পর কোন কোন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ][আরও পড়ুন:বাগরি মার্কেটে আগুন লাগার পর কোন কোন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ]

প্রত্যক্ষদর্শীরা কী বলছেন?

প্রত্যক্ষদর্শীরা কী বলছেন?

প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের জেরে বেঙে পড়ছে মার্কেটের বিল্ডিং এর চাঙড়, কাচ। বিভিন্ন দেওয়ালে ফাটলও দেখা গিয়েছে। পুজোর মুখে এতবড় বিপর্যয় ব্যবসায়ীরা কীভাবে কাটিয়ে উঠবেন তা নিয়েই ক্রমে জমছে আশঙ্কার মেঘ।

[আরও প়ড়ুন: বিদেশ সফর শুরুর আগে শহরে বিধ্বংসী আগুন! দমদম বিমানবন্দরে যা বললেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী][আরও প়ড়ুন: বিদেশ সফর শুরুর আগে শহরে বিধ্বংসী আগুন! দমদম বিমানবন্দরে যা বললেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী]

English summary
Due to Bagri market fire many businessman lost crores of rupees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X