For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে এমনকিছু কুঃসস্কার যা থেকে সাবধান

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে গোটা বিশ্বেই চড়ছে উন্মাদনার পারদ। রয়েছে বৈজ্ঞানিক কৌতূহল। রয়েছে বিরল মহাজাগতিক ঘটনাকে দেখবার উন্মাদনা। চন্দ্রগ্রহণ ঘিরে রয়েছে একাধিক বিশ্বাস ও কুসংস্কারও।

Google Oneindia Bengali News

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে গোটা বিশ্বেই চড়ছে উন্মাদনার পারদ। রয়েছে বৈজ্ঞানিক কৌতূহল। রয়েছে বিরল মহাজাগতিক ঘটনাকে দেখবার উন্মাদনা। চন্দ্রগ্রহণ ঘিরে রয়েছে একাধিক বিশ্বাস ও কুসংস্কারও। দেখে নেওয়া যাক সেই সমস্ত কুসংস্কার ও তার ব্যাখ্যা। এ নিয়ে চিকিৎসকদের কী পরামর্শ রয়েছে দেখে নেওয়া যাক।

দেশের যে সমস্ত জায়গা থেকে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

দেশের যে সমস্ত জায়গা থেকে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

এদিন বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, পুনে থেকে স্পষ্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ। শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল আকর্ষণ এদিন রক্তবর্ণ চাঁদ। ব্লাড মুনকে ঘিরে ক্রমই কৌতূহল বাড়ছে দেশজুড়ে।

চন্দ্রগ্রহণ ও কুসংস্কার

চন্দ্রগ্রহণ ও কুসংস্কার

চন্দ্রগ্রহণকে ঘিরে কথিত বহু কাহিনি যেমন রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে,তেমনই রয়েছে বেশ কিছু কুসংস্কার। অনেকেই মনে করেন এদিন রাতে চাঁদ ঢেকে যাওয়ার ফলে খুবই অশুভ গ্রহণের সময়টি। পাশাপাশি চাঁদের রঙ রক্তবর্ণ হওয়াতে তা আরও বেশি উস্কে দিচ্ছে বিভিন্ন কুসংস্কারকে।

কিছু পরামর্শ

কিছু পরামর্শ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘিরে কী কী করা উচিত তা নিয়ে শ্রী শ্রী তত্ত্বপঞ্চকর্মা বিশেষজ্ঞ চিকিৎসব মিতালী বসু এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন , গ্রহণের দু'ঘন্টা আগে খাওয়া বন্ধ করা দরকার,। গ্রহণের আগে ও পরে সহজপাচ্য খাবার খাওয়া উচিত।গ্রহণ চলাকালীন যেন গর্ভবতী মায়েরা কোনও খাদ্যগ্রহণ না করেন। খাবারে
মাইক্রো-অরগ্যানিক বস্তুর জন্ম যাতে না হয় তার জন্য খাবারে দূর্বা ঘাস ফেলে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

নিয়ম পালনের ব্যাখ্যা

নিয়ম পালনের ব্যাখ্যা

এই বিশেষ নিয়মগুলি পালনের কারণ হিসাবে একটি ব্য়াখ্যা দিয়েছেন মিতালী বসু। তিনি জানিয়ছেন ,এই সময়ে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছনো তরঙ্গ দৈর্ঘ ও আলোর রেডিয়েশনে পরিবর্তন সংগঠিত হয়। যার দ্বারা বিভিন্ন রোগের জীবাণু সক্রিয় হতে শুরু করে। খাদ্যে জন্ম নেয় ব্য়াকটেরিয়া। ফলে খাবার ঠিক থাকে না। তাই এই গ্রহণের সময় খাবার খেতে বারণ করা হয়।

[আরও পড়ুন:২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে][আরও পড়ুন:২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে]

আয়ুর্বেদ যা বলছে

আয়ুর্বেদ যা বলছে

আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞদের দাবি, গ্রহণের সময় কোনও শুভ কাজ যেন না করা হয় আয়ুর্বেদশাস্ত্র সেটাই বলেছে। তবে আয়ুর্বেদশাস্ত্রে গ্রহণের সময় খাদ্য পানীয় গ্রহণ নিয়েও কোনও রকমের নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে।

সাধারণ জীবনাপনের পরামর্শ

সাধারণ জীবনাপনের পরামর্শ

বিভিন্ন নামী যোগা প্রতিষ্ঠান ও আয়ুর্বেদশাস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা জানিয়েছেন , গ্রহণের দিন সাধারণ জীবনযাপন করতে কোনও সমস্যা নেই। তাই এদিন সাধারণভাবেই যেকোনও ব্য়ক্তি দিনটি অতিবাহিত করতে পারে।

English summary
Doctors' advice on Superstitions and Beliefs about Lunar Eclipse.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X