For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাঁতের রোগ থাকলে শরীরে বাসা বাঁধতে পারে আরও নানা রোগ

দাঁত পরীক্ষা করলেই বোঝা যায় কেউ সুস্থ কিনা। দাঁতের রোগ থাকলে শরীরে বাসা বাঁধতে পারে আরও নানা রোগ।

  • |
Google Oneindia Bengali News

দাঁত পরীক্ষা করলেই বোঝা যায় কেউ সুস্থ কিনা। দাঁতের রোগ থাকলে শরীরে বাসা বাঁধতে পারে আরও নানা রোগ।

দাঁতের রোগে নানা-যোগ

দাঁতের রোগে নানা-যোগ

মাড়ির রোগের সঙ্গে কার্ডিও ভাস্কুলার রোগের সরাসরি যোগ রয়েছে। আবার রিউম্যাটিক রোগের সঙ্গেও যোগ পাওয়া গিয়েছে দাঁতের রোগের। দাঁতের প্রভাব ফেলে রক্তের শর্করা। তাই সুস্থ দাঁত ও মাড়িই হল সুস্থতার মাপকাঠি। বর্তমান যুগে ওরাল হাইজিন মেনে চলা খুব জরুরি। কেননা এখন ছোট থেকে বড়, মাড়ির রোগ সবার।

গর্ভবতী নারী

গর্ভবতী নারী

আবার অন্যদিকে, গর্ভবতী নারীর মাড়ির রোগ বাচ্চা ওপর পড়ে। গর্ভবতী নারীর মাড়ির রোগ থাকলে বাচ্চার ওজন কম হয় এবং সময়ের আগেই সন্তান জন্মায়। তাই গর্ভবতী নারীকে খুব বেশি করে মুখের যত্ন নিতে হবে। কারণ এই সময় মেয়েদের শরীরে হরমোনের তারতম্য হয়।

হার্টের অসুখ

হার্টের অসুখ

কার্ডিওলজিস্টরা বলেন, হার্ট সুস্থ রাখতে, ওরাল হাইজিন মেনে চলা জরুরি।

ডায়াবিটিস

ডায়াবিটিস

সুগারের রোগীদের বলা হয়, ওরাল হাইজিন মেনে চলুন। দেখা গিয়েছে, সুগারের রোগী যাঁরা ওষুধ খাচ্ছেন, নিয়ম মেনে হাঁটছেন, তাঁদের সুগার কমছেনা। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, ওরাল হাইজিন মেনে চললে সুগারের পরিমাণ কমে।

প্রতিকারের উপায়

প্রতিকারের উপায়

সুস্থ থাকতে নিয়ম মেনে ব্রাশ করতে হবে। খাওয়ার পর দিনে দুবার ব্রাশ করতে হবে। দু থেকে তিন মাস অন্তর ব্রাশ বদল করতে হবে। মুখের ভিতর সব জায়গা পরিষ্কার করতে মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে।

English summary
Different types of Dental diseases and remedy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X