For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিক পরিষেবা দেওয়ার তালিকায় সারা দেশে কলকাতার স্থান কত? জেনে নিন

নাগরিক পরিষেবা দেওয়ার তালিকায় সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কেরলের শহর তিরুবনন্তপুরম। এরপর রয়েছে পুনে ও কলকাতার নাম। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় প্রথম দশে কে কত নম্বরে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নাগরিক পরিষেবা দেওয়ার তালিকায় সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কেরলের শহর তিরুবনন্তপুরম। এরপর রয়েছে পুনে ও কলকাতার নাম। শহুরে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল, তার প্রায় সবকটিতেই কলকাতা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে।

দেশের মোট ২১টি শহরে এই সমীক্ষা চালিয়েছিল বেঙ্গালুরুর সংস্থা যার নাম জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ অ্যান্ড ডেমোক্র্যাসি। সেই সমীক্ষা অনুযায়ী দিল্লির জনসংখ্যা ১কোটি ৮০ লক্ষ। দিল্লি রয়েছে নবম স্থানে। তার আগে রয়েছে ভোপাল, কানপুরের মতো ছোট শহরগুলি।

এর আগে ২০১৫ সালে দিল্লি তালিকায় ষষ্ঠ স্থানে ছিল। তবে নাগরিক পরিষেবার যে মানদণ্ড যেমন নগর পরিকল্পনা, নকশা, নগরের ধারণক্ষমতা ও পুরসভাগুলির পরিষেবা দেওয়ার ক্ষমতা, জনপ্রতিনিধিদের স্বচ্ছ্বতা ও যোগদান- এই সমস্ত বিষয়গুলি সমীক্ষার সময়ে মাথায় রাখা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় প্রথম দশে কে কত নম্বরে রয়েছে।

{photo-feature}

English summary
Thiruvananthapuram has been ranked first among the 21 Indian cities that were tested on urban governance parameters, according to the latest survey by Janaagraha Centre for Citizenship and Democracy. Pune and Kolkata were respectively ranked second and third in the survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X