For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট চায় কংগ্রেস-বাম দু'পক্ষের নিচুতলাই, সায় দেবে কি হাইকম্যান্ড?

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ ডিসেম্বর : রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। ব্রিগেড শেষ করেই মোটামুটি এই বার্তা দিয়ে রেখেছেন সিপিএমের অন্যতম নেতা প্রকাশ কারাট। তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করতে একদা কেন্দ্রের জোটসঙ্গীদের হাত ধরতে বামের যে আগ্রহী তা ঘোষণা না করলেও প্রত্যেকের হাবেভাবে পরিষ্কার।

অন্যদিকে, কংগ্রেসের দ্বৈত সম্ভাবনা রয়েছে। যার একদিকে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। যাদের হয়ে প্রদেশ সভাপতি বলেই রেখেছেন, কেউ চান বা না চান নিচুতলায় জোট হবেই। কোনওভাবেই তৃণমূলের সঙ্গে জোট নয়, একথাই স্পষ্ট করে দিয়েছেন অধীরবাবু।

জোট চায় কং-বাম দু'পক্ষের নিচুতলাই, সায় দেবে কি হাইকম্যান্ড?

আর একদিকে রয়েছেন কংগ্রেসের হাইকম্যান্ডের নেতারা। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সখ্যতা এরাজ্যে না থাকলেও বিজেপি বিরোধিতায় সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় একসারিতে রয়েছেন। আর কে না জানেন, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সখ্যতার কথা!

ফলে রাজ্য তৃণমূলের বিরোধিতার কথা হাইকম্যান্ডকে বলতে গিয়ে এখনও কোনও সদুত্তর পাননি অধীর চৌধুরীরা। সনিয়া তাঁদের জানিয়েছেন, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে জোট নিয়ে নমনীয়তা যে বাম নেতারাও দেখাচ্ছেন তা প্রকাশ কারাটের কথাতেই স্পষ্ট হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের জোট রাজনীতির চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তেমন হলে তৃণমূলের বিরুদ্ধে অন্তত কড়া লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করা যাবে বলে মত রাজনীতির কারবারিদের।

এখন দেখার, প্লেনাম শেষ করে জোট নিয়ে কি বার্তা দেন প্রকাশ কারাটরা। অন্যদিকে, সনিয়া গান্ধী সহ কংগ্রেস হাইকম্যান্ড জোট নিয়ে সবুজ সঙ্কেত দেবে এই আশাতে রয়েছেন প্রদেশ নেতারাও।

English summary
CPM-Congress cadres Both wants alliance, waits for high commands green signal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X