For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে বিধানসভা ভোটে উল্টে যাবে হিসাব, ইঙ্গিত নতুন সমীক্ষায়

আসন্ন বিধানসভা ভোটে রাজস্থানে কাদের বিজয় রথ ছুটবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে একসঙ্গে ২০০টি আসনে একদফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন বিধানসভা ভোটে রাজস্থানে কাদের বিজয় রথ ছুটবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে একসঙ্গে ২০০টি আসনে একদফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এই রাজ্যে প্রায় প্রতি পাঁচ বছর অন্তরই সরকারে পালাবদল হয়। এবারও সেরকমই কিছু ঘটতে চলেছে। টাইমস নাও ও সিএনএক্সের ভোট পরবর্তী সমীক্ষা বলছে, রাজস্থানের দখল এবার কংগ্রেস নিতে চলেছে।

জিতবে কংগ্রেস

জিতবে কংগ্রেস

সমীক্ষা বলছে, ১১০-১২০টি আসন কংগ্রেস পেতে পারে। বিজেপি পেতে পারে ৭০-৮০টি আসন। এই সমীক্ষা ৬৭টি বিধানসভা আসনের ওপরে চালানো হয়েছে। মোট ৮০৪০ জনের মতামত নেওয়া হয়েছে।

এগিয়ে কংগ্রেস

এগিয়ে কংগ্রেস

এতে দেখা যাচ্ছে, কংগ্রেস রাজস্থানে ৪৩.৫ শতাংশ ভোট শেয়ার নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। তারপরে থাকবে বিজেপি। গেরুয়া শিবির পেতে পারে ৪০.৩৭ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১২.৫৫ শতাংশ ভোট শেয়ার।

বসপা-র আসন

বসপা-র আসন

কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে না বহুজন সমাজ পার্টি। তবে একলা লড়েও এই কেন্দ্রে ১-৩টি আসন পেতে পারে মায়াবতীর দল। ভোট শেয়ার পৌছতে পারে ২.৮৮ শতাংশে। এমনটাই আভাস সমীক্ষায়।

২০১৩-র ফলাফল

২০১৩-র ফলাফল

২০১৩ সালের ভোটে কংগ্রেস পেয়েছিল মাত্র ২১ টি আসন। বিজেপি পেয়েছিল ১৬৩টি আসন। বিএসপি ৩টি ও অন্যান্যরা ১৩টি আসন। তবে এবারের সমীক্ষা অনুযায়ী বিজেপির প্রায় ১০০টি আসন কমতে চলেছে। প্রায় সমসংখ্যক আসন কংগ্রেসের বাড়তে চলেছে।

পছন্দ পাইলটকে

পছন্দ পাইলটকে

কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নে ভোটারদের বড় অংশ সচিন পাইলটকে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার উত্তরসুরী হিসাবে চাইছেন। ৩২ শতাংশ ভোট দিয়েছেন পাইলটকে। ১৬ শতাংশ অশোক গেহলটকে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে ৩১ শতাংশ মানুষ রাজেকে চাইছেন বলে সমীক্ষায় উঠে এসেছে।

 বসুন্ধরাকে অপছন্দ

বসুন্ধরাকে অপছন্দ

কেমন কাজ করেছেন বসুন্ধরা? ৩৫ শতাংশ মানুষ বলেছেন ভালো কাজ করেছেন। ১২ শতাংশ মানুষ বলেছেন সাধারণ মানের কাজ করেছেন। ৪৮ শতাংশ মানুষ বসুন্ধরার কাজকে খারাপ বলে বর্ণনা করেছেন।

English summary
Congress to sweep Rajasthan Assembly Elections 2018, predicts Times Now CNX Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X