For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে পূর্ব ভারত, কোন রাজ্যে কত নিচে নামল পারদ

উত্তর ভারতে প্রতিবছর ঠান্ডা তো পড়েই, তবে এবার পূর্ব ভারতে যেমন ঠান্ডা পড়েছে তাতে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। বিহারের গয়া, ওড়িশার দারিংবাড়ি এমনকী কলকাতাকেও রেকর্ড ঠান্ডা গ্রাস করেছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তর ভারতে প্রতিবছর ঠান্ডা তো পড়েই, তবে এবার পূর্ব ভারতে যেমন ঠান্ডা পড়েছে তাতে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। বিহারের গয়া, ওড়িশার দারিংবাড়ি এমনকী কলকাতাকেও রেকর্ড ঠান্ডা গ্রাস করেছে। কলকাতায় শীত দশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও গয়ায় তা ২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। ভাগলপুরে তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিহারের পাটনায় তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস।

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ডেও চলছে শৈত্যপ্রবাহ। জামশেদপুর, পূর্ব সিংভূমে ছোটদের স্কুলে কয়েকদিনের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা সেখানে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লি

দিল্লি

দিল্লিতে শনিবার তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে ঘন কুয়াশা হওয়ায় গোটা শহরটাই যেন স্তব্ধ হয়ে গিয়েছে। রাস্তায় বেরনো গাড়ি দৃশ্যমানতার অভাবে চলতে পারছে না। রেল লাইনে থমকে রয়েছে ট্রেন। বহু ট্রেন কয়েক ঘণ্টা করে লেটে চলছে।

ওড়িশা

ওড়িশা

ওড়িশার অন্তত দশটি জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। ফুলবানিতে ৪.৫ ডিগ্রি, সুন্দরগড়ে ৭ ডিগ্রি, ভবানীপাটনায় ৮ ডিগ্রি তাপমাত্রার ফলে শৈত্যপ্রবাহ চলছে।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে শ্রীনিকেতনে তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়ালে নেমে গিয়েছে। কলকাতায় তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজ্যের প্রায় সর্বত্র তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আসানসোলে ৭.১ ডিগ্রি, কোচবিহারে ৭.৬ ডিগ্রি, বর্ধমানে ৭.৬ ডিগ্রি ও বাঁকুড়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের লখনৌয়ে তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ পর্যন্ত সকাল ১০টার আগে স্কুল না খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। বাহারাইচে তাপমাত্রা ২.২ ডিগ্রি, রায়বরেলিতে ২.৪ ডিগ্রি, কানপুরে ৩.৫ ডিগ্রি, আগ্রায় ৩.৭ ডিগ্রি ও এলাহাবাদে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

হিমাচলপ্রদেশ

হিমাচলপ্রদেশ

হিমাচলপ্রদেশে হিমালয়ের কাছাকাছি তাপমাত্রা মাইনাসে পৌঁছে গিয়েছে। কেলংয়ে তাপমাত্রা মাইনাস ১২.৬ ডিগ্রি, কলপা ও মানালিতে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভিতরের এলাকাগুলিতে গড়ে তাপমাত্রা মাইনাস ১৫ থেকে ২২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শিমলায় তাপমাত্রা ১.৩ ডিগ্রি ও ধর্মশালায় তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস হয়ে রয়েছে।

English summary
Cold wave reels North and Eastern part of India, Himachal pradesh recorded lowest temperature, Shivering in West Bengal too
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X