For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামার পাত্রে মদ খাওয়ার রাজকীয় অভ্যেস আছে, শরীরে তাহলে ঢুকছে এই বিষ

তামার পাত্রে ককটেল সেবন শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর, একটি গবেষণায় এমনই রিপোর্ট প্রকাশিত।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

তামার মগ বা কাপে করে মদ্যপান অনেকের কাছেই রাজকীয় ব্যাপার। ইদানিংকালে অনেক পানশালাতেও তামার মগ বা গ্লাসেই মদ ঢেলে দেওয়ার প্রচলন শুরু হয়েছে। কিন্তু তামার মগে মদ্যপান করে শরীরের কতটা ক্ষতি ডেকে আনছেন জানেন কী। সম্প্রতি গবেষণাতেও এমনটাই উঠে এসেছে।

তামার পাত্রে মদ খাওয়ার রাজকীয় অভ্যেস আছে, শরীরে তাহলে ঢুকছে এই বিষ

গবেষকরা জানাচ্ছেন, তামার মগ বা গ্লাসে মদ্যপান করলে বিশেষত তা যদি ককটেল হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ায় শরীরের মারাত্মক ক্ষতি হয় তাতে। ভদকা, জিঞ্জার বিয়ার ও লাইম জুস দিয়ে তৈরি জনপ্রিয় ককটেল যদি তামার পাত্রে সেবন করা হয়, তাহলে সেই তামার অংশ সরাসরি শরীরে প্রবেশ করে। যার ফলে বিষক্রিয়া হতে পারে। বমি, পেটে ব্যাথা, ঝিমুনির মত সমস্যা হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়।

ইতিমধ্যেই একটি মোরাল ফুড কোডের সুপারিশ করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই ফুড কোড অনুযায়ী, যে খাদ্যদ্রব্যের পিএইচ লেভেল ৬য়ের থেকে কম, সেগুলিকে তামার সংস্পর্শে আসতে দেওয়া চলবে না। সেই দিক দিয়ে দেখতে গেলে, যে কোনও ধরণের ককটেলের পিএইচ লেভেল ৬য়ের থেকে অনেকটাই কম। ফলে এখন থেকেই সাবধান হতে হবে সুরাপ্রেমীদের।

[আরও পড়ুন : ক্যান্সার চিকিৎসায় সাহায্য করবে স্বর্ণ: গবেষণা][আরও পড়ুন : ক্যান্সার চিকিৎসায় সাহায্য করবে স্বর্ণ: গবেষণা]

English summary
cocktails in copper mugs is highly poisnous, says research, it leads to several stomach illness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X